প্রেসিডেন্সিতে তাণ্ডব, রাজ্যের সমালোচনায় মহাশ্বেতা

প্রেসিডেন্সিতে তাণ্ডবের জেরে ভাবমূর্তি উজ্জ্বল হয়নি রাজ্যের। আজ এমনই প্রতিক্রিয়া বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা দেবীর। শিক্ষাপ্রতিষ্ঠানে এই হামলার তীব্র নিন্দা করে তিনি বলেন, এই ধরণের ঘটনা রুখতে আরও গঠনমূলক পদক্ষেপ নিতে হবে রাজনৈতিক দলগুলিকেই।

Updated By: Apr 11, 2013, 01:30 PM IST

প্রেসিডেন্সিতে তাণ্ডবের জেরে ভাবমূর্তি উজ্জ্বল হয়নি রাজ্যের। আজ এমনই প্রতিক্রিয়া বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা দেবীর। শিক্ষাপ্রতিষ্ঠানে এই হামলার তীব্র নিন্দা করে তিনি বলেন, এই ধরণের ঘটনা রুখতে আরও গঠনমূলক পদক্ষেপ নিতে হবে রাজনৈতিক দলগুলিকেই।
রাজ্যে রাজনৈতিক পালাবদল হলেও, পরিস্থিতি বদলায়নি। আজ সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য করলেন বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা দেবী। একের পর এক ঘটনার জেরে বিতর্ক তৈরি হয়েছে ছাত্র রাজনীতির উপযোগিতা নিয়ে। এই ইস্যুতে আজ ছাত্র রাজনীতির পক্ষেই সওয়াল করলেন বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা দেবী। সুদীপ্ত গুপ্তের মৃত্যুর প্রসঙ্গে আজ পুলিসের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন বিশিষ্ট সাংবাদিক মহাশ্বেতা দেবী। তাঁর মতে, ঘটনার দায় নিতে হবে রাজ্য সরকারকেই। পাশাপাশি দোষী পুলিস কর্মীর শাস্তির দাবিও জানান তিনি।

.