দফা নিয়ে `দফা- দফা` অভিযোগ মদনের গলায়

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা গুজরাতের চেয়ে অনেক ভাল। এরপরও গুজরাতে এক, অথচ পশ্চিমবঙ্গে পাঁচ দফায় ভোট কেন? নির্বাচন কমিশনের উদ্দেশে এই প্রশ্ন মদন মিত্রের। পাঁচ দফায় ভোট নিয়ে গতকালই অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই সুর এবার শোনা যাচ্ছে দলের নেতা-মন্ত্রীদের গলায়।

Updated By: Mar 6, 2014, 07:26 PM IST

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা গুজরাতের চেয়ে অনেক ভাল। এরপরও গুজরাতে এক, অথচ পশ্চিমবঙ্গে পাঁচ দফায় ভোট কেন? নির্বাচন কমিশনের উদ্দেশে এই প্রশ্ন মদন মিত্রের। পাঁচ দফায় ভোট নিয়ে গতকালই অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই সুর এবার শোনা যাচ্ছে দলের নেতা-মন্ত্রীদের গলায়।

ভোটের দিনক্ষণ ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যে আজ থেকে ওয়ার্ম-আপ শুরু করে দিলেন পরিবহণমন্ত্রী। নেমে পড়লেন প্রচারে। তবে কোনও নির্দিষ্ট প্রার্থীর হয়ে নয়। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার। হাজরা মোড় থেকে ভবানীপুর পর্যন্ত মদন মিত্রের নেতৃত্বে মিছিল করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। মিছিলে স্লোগান উঠল, শুধু রাজ্য নয়, এবার দেশ বাঁচাবে তৃণমূল।

.