লোকসভায় বিজেপির প্রার্থী তালিকা নিয়ে আলোচনা, চূড়ান্ত সিদ্ধান্ত দিল্লির

প্রার্থী নির্বাচনের রাশ নিজেদের হাতে রাখছে দিল্লি নেতৃত্ব।  

Updated By: Feb 19, 2019, 05:47 PM IST
লোকসভায় বিজেপির প্রার্থী তালিকা নিয়ে আলোচনা, চূড়ান্ত সিদ্ধান্ত দিল্লির

অঞ্জন রায়
 
রাজ্যে গেরুয়া হাওয়ায় ভাসতে চাইছেন অনেকেই। লোকসভা ভোটে বিজেপির টিকিট পেতে পড়ে গিয়েছে হুড়োহুড়ি। টিকিট পেতে ইতিমধ্যেই বহু আবেদন এসেছে মুরলিধর স্ট্রিটে। মঙ্গলবার প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিক আলোচনা সারলেন বিজেপির রাজ্য নেতারা। নামের চূড়ান্ত তালিকা পাঠানো হবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। 

লোকসভা ভোটের আগে প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিক আলোচনা করেন বিজেপির নেতারা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আবেদনকারীদের নামের তালিকা পাঠানো হবে দিল্লিতে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, রাজ্য নেতাদের হাতে প্রার্থী নির্বাচন থাকছে না। বাছাইয়ের দায়িত্ব রয়েছে টিম অমিত শাহের কাঁধে। এমনকি রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতারা লড়াই করবেন কিনা, তাও ঠিক করবে দিল্লি। 

রাজ্যে ২২টি আসন জেতার লক্ষ্য নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেই লক্ষ্যে এখানে লাগাতার সভা করে গিয়েছেন ভিন রাজ্যের বিজেপি নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুর্গাপুর, ঠাকুরনগর ও ময়নাগুড়িতে সভা করেছেন। ফলে প্রার্থী চয়নের বিষয়টি রাজ্যের হাতে একেবারে ছেড়ে দিতে নারাজ শাহ, মত রাজনৈতিক মহলের একাংশের। 

আরও পড়ুন- রাজ্যে ধরা পড়ল আরও এক জেএমবি জঙ্গি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মন্তব্য করেছিলেন, পুলওয়ামা হামলার ঘটনা নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করছে বিজেপি-আরএসএস-ভিএইচপি। রাত ১২-১টা নাগাদ জাতীয় পতাকা হাতে নিয়ে বেরিয়ে পড়ছে আরএসএসের লোকেরা। তার পাল্টা বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন,''আরএসএস জাতীয়তাবাদী সংগঠন। জাতীয় পতাকা নিয়ে বেরানোই স্বাভাবিক। ঠিক করেছে''। এই বিতর্ক জিইয়ে রাখতে চাইছে বিজেপি। আর সে কারণে ঠিক হয়েছে, আরও বেশি করে জাতীয় পতাকা হাতে মিছিল করা হবে। 

 

.