রবীন্দ্র সরণিতে বোমাবাজি! জখম ভোটার, হিন্দীভাষীদের ভোট আটকাতে হামলার অভিযোগ
বাড়ির উপর থেকে বোমা জাতীয় কিছু ছোঁড়া হয় রাস্তার ঠিক মধ্যিখানে।
নিজস্ব প্রতিবেদন : রবীন্দ্র সরণিতে বোমাবাজির অভিযোগ। বোমার আঘাতে আহতও হয়েছেন এক ভোটার। বোমাবাজির খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিসবাহিনী নিয়ে ছুটে আসেন ডিসি নর্থ। এলাকা টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। তাঁদের অভিযোগ, শ্রী দিদু মহেশ্বরী বিদ্যালয়ে ভোটাররা ভোট দিতে দাঁড়িয়েছিল। সেইসময় এলাকার কোনও একটি বাড়ির উপর থেকে বোমা জাতীয় কিছু ছোঁড়া হয় রাস্তার ঠিক মধ্যিখানে। তাঁদের অভিযোগ, হিন্দিভাষী মানুষদের ভোট আটকাতেই এই হামলা করা হয়েছে।
আরও পড়ুন, বুথে ঢুকতে গিয়ে 'আক্রান্ত' অনুপম হাজরা, মারধর বিজেপি মণ্ডল সভাপতিকে, ভাঙল দাঁত
বোমাবাজির অভিযোগ পেয়েই রিপোর্ট তলব করেছে কমিশন। বোমাবাজির ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। বিজেপি প্রার্থী রাহুল সিনহার অভিযোগ, "তৃণমূল ভয় পেয়ে এইরকম বোমাবাজি করছে। বেশ কয়েকজন প্রিসাইডিং অফিসার তৃণমূলের হয়ে কাজ করছেন।" তাঁদের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জমা দেবেন বলেও জানিয়েছেন তিনি।