ফাঁস আল কায়দা মডিউল, বাংলা ও কেরল থেকে NIA-এর জালে ৯ জঙ্গি
জাতীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ওই মডিউলের সদস্যরা টাকা তুলছিল এবং অস্ত্র ও গোলা-বারুদের জন্য কয়েকজন জঙ্গি নয়াদিল্লি যাওয়ার পরিকল্পনা করছিল।
নিজস্ব প্রতিবেদন: এনআইএ-এর বড় সাফল্য। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও কেরলের এর্নাকুলামের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে নয় আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা। ফাঁস হল আল কায়দায় মডিউল।
ধৃতদের নাম লিই ইয়ান আহমেদ, আবু সুফিয়ান- তাদের বাংলা থেকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। মোসারাফ হোসেন ও মুর্শিদ হাসানকে কেরল থেকে গ্রেফতার করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ধৃতদের মগজধোলাই করেছিল পাকিস্তানের আল-কায়দা জঙ্গিরা। রাজধানী-সহ দেশের বিভিন্ন প্রান্তে হামলা চালানোর জন্য তাদের পাঠ পড়াত ধৃতরা। জাতীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ওই মডিউলের সদস্যরা টাকা তুলছিল এবং অস্ত্র ও গোলা-বারুদের জন্য কয়েকজন জঙ্গি নয়াদিল্লি যাওয়ার পরিকল্পনা করছিল।
পুজোয় পুলিসকে চুড়ি উপহার দেব, জলপাইগুড়ির নাবালিকা নিখোঁজকাণ্ডে কটাক্ষ অগ্নিমিত্রা পালের
ধৃতদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস, জেহাদি বক্তৃতা, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক তৈরির বিভিন্ন নিবন্ধ ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে।