নারকেলডাঙায় কিশোরীকে মারধরে অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করল পুলিস
বৃহস্পতিবার সন্ধেয় নারকেলডাঙার রেল আবাসনের একটি পরিত্যক্ত ফ্ল্যাটে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই কিশোরী।
নিজস্ব প্রতিবেদন: নারকেলডাঙায় কিশোরীকে মারধরে অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করল কলকাতা পুলিস। কড়েয়া সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম মহম্মদ রাজা। জেরায় সে অপরাধ কবুল করেছে বলে পুলিস সূত্রে খবর।
বৃহস্পতিবার সন্ধেয় নারকেলডাঙার রেল আবাসনের একটি পরিত্যক্ত ফ্ল্যাটে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই কিশোরী। ১৮-র কাছাকাছি বয়স ওই কিশোরীকে উদ্ধার করে পুলিস। পড়শিরাই খবর দিয়েছিল থানায়। সঙ্কটজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে। সকালে জ্ঞান ফেরে ওই কিশোরীর। তিনি জানান, অতিসম্প্রতি এক ব্যক্তির সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। পরিত্যক্ত আবাসনে দু'জনেই মাদক সেবন করতেন। টাকা-পয়সা নিয়ে গন্ডগোল হওয়ায় বচসার সূত্রপাত। এরপরই মহম্মদ রাজা তাঁকে ইট দিয়ে মাথায় আঘাত করে।
কিশোরীর বয়ান ও সিসিটিভি ফুটেজ দেখে মহম্মদ রাজার খোঁজ করতে শুরু করে পুলিস। কিশোরীর সাহায্য নিয়ে আঁকানো হয় একটি স্কেচ। সন্ধেয় কড়েয়া সংলগ্ন এলাকা থেকে মহম্মদ রাজাকে গ্রেফতার করে পুলিস। মারধরের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত।
আরও পড়ুন- CPM-র ক্যান্টিনের পর এবার TMC-র 'মমতার মমতা', ১৫ টাকায় ডিম-ভাত