Calcutta High Court: বেনজির! বারের বৈঠকে গন্ডগোল, কলকাতা হাইকোর্টে হাতাহাতিতে জড়ালেন আইনজীবীরা
হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপিপন্থী আইনজীবীরা।
নিজস্ব প্রতিবেদন: কলকাতা হাইকোর্টে নজিরবিহীন ঘটনা। বার অ্য়াসোসিয়েশনের হাতাহাতিতে জড়ালেন আইনজীবীরা। হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপিপন্থী আইনজীবীরা।
জানা গিয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ বয়কট নিয়ে বারের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল বাঁধে। একাংশের আইনজীবীদের দাবি, বিচারপতি পরপর একপেশে নির্দেশ দিচ্ছেন। সেই জন্য অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বেঞ্চ বয়কটের দাবি তোলেন তাঁরা। অন্য পক্ষের দাবি, সঠিক নির্দেশ দিচ্ছেন বিচারপতি।
মঙ্গলবার এ বিষয়ে হাইকোর্টে একটা বৈঠক হয়। সূত্রের খবর, সেই বৈঠকে কোনও সিদ্ধান্ত নওয়া যায়নি। বরং দু'পক্ষের মধ্য়ে গন্ডগোল হয়। সেই গন্ডগোলের আঁচ এসে পড়ে বাইরেও। সংবাদমাধ্যমের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস এবং বিজেপিপন্থী আইনজীবীরা।
আরও পড়ুন: Damayanti Sen: রাজ্যের ৪ ধর্ষণ মামলার তদন্তে IPS দময়ন্তী সেন, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আরও পড়ুন: Jhalda Witness Death: ঝালদাকাণ্ডে প্রত্যক্ষদর্শীর মৃত্যুতেও CBI তদন্ত, নির্দেশ কলকাতা হাইকোর্টের