রাতের কলকাতায় ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা, রবিবার পার্কসার্কাসে স্বামীর সঙ্গে বাড়ি ফেরার পথে শ্লীলতাহানির শিকার এক মহিলা
স্বামী ও শ্বশুড়মশাইয়ের সঙ্গে বাড়ি ফেরার পথে শ্লীলতাহানির শিকার এক মহিলা। রবিবার রাতে পার্ক সার্কাস মোড়ের কাছে ঘটনাটি ঘটে। আত্মীয়র বাড়ি থেকে ফেরার জন্য বালিগঞ্জ থেকে লোহাপোল রুটের অটোয় উঠেছিলেন ওই তিনজন। নামেন পার্ক সার্কাস মোড়ের একটু আগে। তখনই কয়েকজন মদ্যপ যুবক ওই মহিলাকে কটুক্তি করে বলে অভিযোগ। প্রতিবাদ করায় তাঁর স্বামী ও শ্বশুড়মশাইকে প্রথমে হেনস্থা ও পরে মারধর করা হয় বলেও অভিযোগ। তাঁদের বাঁচাতে এগিয়ে যান ওই মহিলা। তখন তাঁকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয় বলে অভিযোগ।
স্বামী ও শ্বশুড়মশাইয়ের সঙ্গে বাড়ি ফেরার পথে শ্লীলতাহানির শিকার এক মহিলা। রবিবার রাতে পার্ক সার্কাস মোড়ের কাছে ঘটনাটি ঘটে। আত্মীয়র বাড়ি থেকে ফেরার জন্য বালিগঞ্জ থেকে লোহাপোল রুটের অটোয় উঠেছিলেন ওই তিনজন। নামেন পার্ক সার্কাস মোড়ের একটু আগে। তখনই কয়েকজন মদ্যপ যুবক ওই মহিলাকে কটুক্তি করে বলে অভিযোগ। প্রতিবাদ করায় তাঁর স্বামী ও শ্বশুড়মশাইকে প্রথমে হেনস্থা ও পরে মারধর করা হয় বলেও অভিযোগ। তাঁদের বাঁচাতে এগিয়ে যান ওই মহিলা। তখন তাঁকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয় বলে অভিযোগ।
এরপর তারা নিকটবর্তী পুলিসবুথে অভিযোগ জানাতে গেলে তা নিতে অস্বীকার করেন বুথে কর্তব্যরত পুলিসকর্মীরা। সেখান থেকে তাঁরা যান কড়েয়া থানায়। সেখানেও অভিযোগ নিতে অস্বীকার করায় মহিলার শ্বশুড়মশাই, যিনি পেশায় হাইকোর্টের আইনজীবী, গোটা ঘটনা লালবাজার কন্ট্রোল রুমে জানান। তার পরই মহিলার অভিযোগ নথিবদ্ধ হয় থানায়। শুরু হয়েছে তদন্ত। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিস।