এনআরএস কাণ্ডে নতুন করে অভিযোগ দায়ের করলেন কোরপান শাহের স্ত্রী

Updated By: Nov 20, 2014, 11:40 PM IST
এনআরএস কাণ্ডে নতুন করে অভিযোগ দায়ের করলেন কোরপান শাহের স্ত্রী

হতদরিদ্র, হাবাগোবা ছেলেটা কলকাতার হস্টেলে মার খেয়ে বেঘোরে মরে গেল। এত দিনেও সেই এনআরএস কাণ্ডে একজনও গ্রেফতার হল না। এরই মধ্যে আজ এন্টালি থানায় নতুন করে অভিযোগ দায়ের করলেন নিহত যুবকের স্ত্রী।

চোর সন্দেহে পিটিয়ে খুনের আটচল্লিশ ঘণ্টা পর সনাক্ত হয় কোরপান শাহের দেহ। অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিস। তবে ঘটনার পাঁচদিন পরেও গ্রেফতার  হয়নি কেউ। হয়নি ঘটনাস্থলের ফোটগ্রাফি বা ভিডিওগ্রাফি। সিল করা হয়নি এনআরএস হস্টেল। তদন্তের মধ্যেই মধ্যে হস্টেল ছেড়েছেন আবাসিকেরা। কীভাবে তাহলে এগোবে তদন্ত ?  এনআরএস কাণ্ডে পুলিসি তদন্ত ঘিরে উঠছে এত সব অস্বস্তিকর প্রশ্ন। এরই মধ্যে সুবিচার চেয়ে পুলিসেরই দ্বারস্থ হলেন নিহত কোরপানের স্ত্রী আর্জিনা বিবি।

বুধবার রাতে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন আর্জিনা। সেখান থেকেই তাঁকে পাঠানো হয় এন্টালি থানায়। প্রশ্ন উঠছে, যেই ঘটনায় পুলিস নিজেই অভিযোগ দায়ের করে তদন্ত করছে, সেই ঘটনাতেই কেন ফের আলাদা করে অভিযোগ দায়ের করলেন আর্জিনা? তাহলে কি পুলিসের দায়ের করা এফআইআর এবং তদন্তে আস্থা নেই কোরপানের পরিবারের ?

 

.