অরুণাচল, নাগাল্যান্ডের সঙ্গে কলকাতার আকাশেও দেখা গেল চাঁদের লাল হাসি
লাল রঙের চাঁদ। আজ ফের দেখা গেল কলকাতার আকাশে। একই বছরে দ্বিতীয়বার। ভারতীয় সময় বিকেল তিনটে সাতান্ন মিনিট থেকে শুরু হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বিকেল ৪টে ৫২ মিনিটে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের ওপর। তার কিছু পরেই দেখা গেল সেই বিরল দৃশ্য।
ওয়েব ডেস্ক: লাল রঙের চাঁদ। আজ ফের দেখা গেল কলকাতার আকাশে। একই বছরে দ্বিতীয়বার। ভারতীয় সময় বিকেল তিনটে সাতান্ন মিনিট থেকে শুরু হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বিকেল ৪টে ৫২ মিনিটে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের ওপর। তার কিছু পরেই দেখা গেল সেই বিরল দৃশ্য।
বুধবার বছরের দ্বিতীয় এবং শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থাকল পৃথিবী। তবে ভারতের বেশিরভাগ জায়গা থেকেই এই চন্দ্রগ্রহণ দেখা যায়নি। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ভারতের উত্তর পূর্বাঞ্চল, অরুণাচল প্রদেশের কিছু এলাকা, অসমের পূর্বাঞ্চল এবং নাগাল্যান্ডের কিছু জায়গা থেকে দেখা গেছে আংশিক চন্দ্রগ্রহণ।
পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণের সময় রঙ বদলে যায় চাঁদের। ২০৩২-২০৩৩ সালে ফের একই বছরে দু'বার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে।