পুরভোটের আগে আদালতের চাপে কলকাতা পুরসভা

Updated By: Feb 6, 2015, 05:06 PM IST
পুরভোটের আগে আদালতের চাপে কলকাতা পুরসভা

পুরভোটের আগে কলকাতা পুরসভার ওপর চাপ বাড়ালো হাইকোর্টের নির্দেশ। শুক্রবার প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের নির্দেশে বিড়ম্বনা বাড়ল পুরসভার।

আগামী বর্ষায় কলকাতা শহরকে বানভাসী হওয়ার হাত থেকে বাঁচাতে প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে? এই মর্মে পরিবেশবিদ সুভাষ দত্তর দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে হাইকোর্ট ২০ ফেব্রুয়ারি পুরসভাকে হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে। ডিভিশন বেঞ্চ এদিন মূলত ৩টি প্রশ্নের জবাব তলব করেছে পুরসভার কাছে।

১)নিকাশি নালা, সংলগ্ন খাল ও গালিপিট দখলমুক্ত ও সংস্কার করতে পুরসভা কি পদক্ষেপ নিয়েছে।
২)প্লাস্টিক ব্যাগের ব্যবহার, বিক্রি, উত্পাদন ও নিকাশি নালায় প্লাস্টিক বর্জ্য জমে থাকা নিয়ে কি পদক্ষেপ নিয়েছে পুরসভা।
৩)এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের টাকা নিকাশি সংস্কারের জন্য কাজে লাগাতে যে মাস্টার প্ল্যান পুরসভা নিয়েছে তার কাজ কতটা এগিয়েছে।  

ডিভিশন বেঞ্চের নির্দেশে কলকাতা পুরসভার অস্বস্তি বাড়ল।  সবকটি প্রশ্নের জবাব সঠিকভাবে না দিতে পারলে পুরভোটের আগে মুখ পুড়বে পুরবোর্ডের।  মনে করছে রাজনৈতিক মহল।

 

.