পুরভোটের আগে রাজকোষে টান, রোজই হচ্ছে নতুন প্রকল্পের উদ্বোধন
সামনেই পুরভোট। অথচ কলকাতা পুরসভার আর্থিক অবস্থা বেহাল। রাজকোষে টাকা নেই। তবে তার মধ্যেই প্রায় প্রতিদিনই নতুন নতুন প্রকল্পের উদ্বোধন হচ্ছে।
ভোটকে পাখির চোখ করে ঘোষণা হচ্ছে নতুন নতুন কর্মসূচির। কিন্তু ঠিক কীভাবে সেগুলি রূপায়িত হবে, সেই বিষয়ে নির্দিষ্ট কোনও পরিকল্পণা নেই পুরসভার। এই অবস্থায় বকেয়া আদায়ে বিভিন্ন দফতরকে সার্কুলার পাঠিয়েছে পুরসভার অর্থ দফতর। সেই সার্কুলারের একটি প্রতিলিপি এসেছে ২৪ ঘণ্টার হাতে যদিও কলকাতা পুরসভার মেয়র শোভ চট্টোপাধ্যায়ের দাবি যে এই ধরণের সার্কুলারের খবর তাঁর জানা নেই। ভোট বড় বালাই। তাই কি বকেয়া টাকা আদায়ে ধীরে চলো নীতি নিচ্ছে পুরসভা? প্রশ্ন এখন এটাই।
এদিকে, এবার প্রতিপক্ষ বিজেপি। লড়াই কঠিন। পুরভোটের প্রচারে তাই খামতি রাখতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সারদা কেলেঙ্কারি ও বর্ধমান কাণ্ড নিয়ে বিজেপির আক্রমণ ভোঁতা করতে পাল্টা স্ট্র্যাটেজি স্থির করেছেন তিনি।