এপ্রিলেই ভোট কলকাতা পুরসভার, সংরক্ষণের আওতায় অর্ধেক আসন!

সূত্রের খবর এবার  ১৪৪টি ওয়ার্ডের মধ্যে সংরক্ষণের আওতায় রাখা হয়েছে  ৫৬টি ওয়ার্ডকে

Reported By: দেবারতি ঘোষ | Updated By: Jan 13, 2020, 02:17 PM IST
এপ্রিলেই ভোট কলকাতা পুরসভার, সংরক্ষণের আওতায় অর্ধেক আসন!

নিজস্ব প্রতিবেদন: লালবাড়িতে ভোটের দামামা। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যসরকারের কাছে বড় চ্যালেঞ্জ এবার কলকাতা পুরভোট।  এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে, সম্ভবত ১২-১৫ তারিখের মধ্যে নেওয়া হবে কলকাতা পুরসভার ভোট। এনিয়ে আগামী ১৭ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করবেন দক্ষিন ২৪ পরগনার জেলাশাসক। এমনটাই খবর সূত্রের।

আরও পড়ুন-'ক্ষমতায় এলে লাঠি মারব, গুলি করব', রানাঘাটে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বিজ্ঞপ্তি নিয়ে কারও কোনও আপত্তি থাকলে তা জানানোর জন্য ২২ দিন সময় দেওয়া হবে। কোনও আপত্তি না থাকলে তা পাঠিয়ে দেওয়া হবে রাজ্য নির্বাচন কমিশনে।  প্রসঙ্গত, বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে প্রকাশ করা হবে কোন কোন আসনকে এবার সংরক্ষণের আওতায় রাখা হচ্ছে।  

এদিকে, সূত্রের খবর এবার  ১৪৪টি ওয়ার্ডের মধ্যে সংরক্ষণের আওতায় রাখা হয়েছে  ৫৬টি ওয়ার্ডকে। ৪টি ওয়ার্ড সংরক্ষিত তপসিলি জাতির জন্য। ৩টি তপসিলি জাতির মহিলাদের জন্য। ৪৫টি ওয়ার্ড সংরক্ষিত মহিলা প্রার্থীদের জন্য। প্রসঙ্গত, বর্তমানে ওই ৪৫টি ওয়ার্ডে ইতিমধ্যেই মহিলা কাউন্সিলর রয়েছেন।

এবার দেখে নেওয়া যাক এই সংরক্ষণের আওতায় পড়েছেন কোন কোন উল্লেখযোগ্য কাউন্সিলর-

  ৫৮ নম্বর ওয়ার্ড (এসসি)_স্বপন সমাদ্দার (মেয়র পারিষদ)

১০৭(এসসি) সুশান্ত ঘোষ (বোরো চেয়ারম্যান)

৯০(মহিলা) বৈশ্বানর চট্টোপাধ্যায় (মেয়র পারিষদ)

৯৩(মহিলা) রতন দে (মেয়র পারিষদ)

৯৬(মহিলা) দেবব্রত মজুমদার (মেয়র পারিষদ)

১৪৩(মহিলা) ইন্দ্রজিৎ ভট্টাচার্য্য (বোরো চেয়ারম্যান)

আরও পড়ুন-দিলীপে সমর্থন নেই একাংশের! বঙ্গ সভাপতির মুখ বাছতে বৈঠক করে গেলেন অমিতের ‘দূত’

তৃণমূল কংগ্রেস সূত্রে এখনো পর্যন্ত যা খবর তাতে সিটিং কাউন্সিলরদের সরানো হবে না যদি না তাঁর বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ থাকে। সে ক্ষেত্রে কারা কোন আসন পাবেন তাই নিয়েই চলছে বিস্তর কাটাছেঁড়া। কারণ সকলেই দ্রুত প্রচারে নামতে চাইছেন।

Tags:
.