হাসপাতালের খাবার পছন্দ নয়, অস্ত্র নিয়ে হামলা খাবার সরবরাহকারীকে

খাবারের মান নিয়ে আপত্তি ছিল। তাই কাঠের মিস্ত্রির ধারাল অস্ত্র নিয়ে চড়াও হলেন খাবার সরবরাহকারীর ওপর। এক মানসিক রোগীর তাণ্ডবে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি  হল মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Updated By: Feb 17, 2013, 08:15 PM IST

খাবারের মান নিয়ে আপত্তি ছিল। তাই কাঠের মিস্ত্রির ধারাল অস্ত্র নিয়ে চড়াও হলেন খাবার সরবরাহকারীর ওপর। এক মানসিক রোগীর তাণ্ডবে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি  হল মেডিক্যাল কলেজ হাসপাতালে।
বাড়ি গার্ডেনরিচের পাহাড়পুর রোডে। গত ১১ তারিখ থেকে ভর্তি ছিলেন হাসপাতালে মানসিক চিকিত্সা বিভাগে। হাসপাতালের খাবারের মান নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি ছিল ওই রোগীর। রবিবার দুপুরে তিনি হামলা চালান এক খাবার সরবরাহকারীর ওপর।
খবর পেয়েই হাসপাতালে পুলিস ফাঁড়িতে যোগাযোগ করেন ডেপুটি সুপার। ওই রোগী ও তাঁর ভাইকে আটক করে পুলিস। পরে পরিবারের সঙ্গে কথা বলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ওই রোগীর হিংস্র আচরণের কারণে তাঁকে আর হাসপাতালে রাখতে চায়নি কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মানসিক রোগী হওয়ার পাশাপাশি ওই রোগী মাদকাসক্তও। অতিরিক্ত মাদক সেবনের কারণেই মাঝে মধ্যে হিংস্র আচরণ করে বলে ধারনা চিকিত্সকদের।

.