শর্ত সাপেক্ষে ১১ জুন থেকে খুলবে হাইকোর্ট, শুরু হবে এজলাসে শুনানি
পরবর্তী পর্যায়ে স্থির হবে সপ্তাহে ৩ দিন অন্তত কোর্ট করা যায় কি না।
নিজস্ব প্রতিবেদন : মামলার দুই পক্ষ রাজি থাকলে আগামী ১১ জুন থেকে শর্ত সাপেক্ষে খুলবে হাইকোর্ট। অনলাইন নয়, আবার এজলাসে দাঁড়িয়ে মামলা শুনানি শুরু হচ্ছে কলকাতা হাইকোর্টে। হাইকোর্ট সূত্রে খবর, অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত রয়েছে বেশকিছু মামলা। সেইসব মামলাগুলির দু'পক্ষের আইনজীবীরা সম্মত হলে তবেই ফিজিক্যাল হিয়ারিং বা এজলাসে শুনানি করা হবে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায় সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখে নতুন নিয়ম মেনে এজলাসে শুনানির বিস্তারিত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। এর পরবর্তী পর্যায়ে স্থির হবে সপ্তাহে ৩ দিন অন্তত কোর্ট করা যায় কি না। যদিও করোনা সংক্রমণ বাড়তে থাকার মধ্যে তড়িঘড়ি হাইকোর্ট চালুর সিদ্ধান্তে ধন্দে আইনজীবীরা। শর্ত সাপেক্ষে হাইকোর্ট খোলার কথা বলা হলেও, এর পিছনে কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে আইনজীবীদের মধ্যে।
প্রসঙ্গত, আগামিকাল থেকে শুরু হবে কোর্টকে পরিচ্ছন্ন করার কাজ। স্যানিটাইজ করা হবে গোটা বিল্ডিং। পাশাপাশি, মামলা চলাকালীন প্রত্যেক আইনজীবীকে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে কোর্ট।
আরও পড়ুন, কীসের ভিত্তিতে আনলক? কেন্দ্র ও রাজ্যের কাছে হলফনামা তলব হাইকোর্টের