Kolkata Book Fair: মাস্ক বাধ্যতামূলক, জানুয়ারির শেষে কোভিড বিধি মেনে কলকাতায় বইমেলা

এবারের থিম কান্ট্রি বাংলাদেশ।

Updated By: Nov 13, 2021, 05:55 PM IST
Kolkata Book Fair: মাস্ক বাধ্যতামূলক, জানুয়ারির শেষে কোভিড বিধি মেনে কলকাতায় বইমেলা

নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন আগেই। আগামী বছর অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা বইমেলা। এবার মেলাও হবে সল্টলেকে সেন্ট্রাল পার্কেই। কতদিন? ৩১ জানুয়ারি থেকে ১৩ ফ্রেরুয়ারি। থিম কান্ট্রি বাংলাদেশ। উদযাপিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবর্ষ। পালিত হবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর, নেতাজি সুভাষচন্দ্র বসু-র ১২৫তম জন্মবর্ষ, সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ এবং ভারতের স্বাধীনতার ৭৫ বছর।

করোনা আবহে প্রায় সপ্তাহ দুয়েক ধরে চলবে বইমেলা। তার উপর আবার চলতি বছরে মেলা হয়নি। ফলে ভিড় নিয়ন্ত্রণ ও কোভিড বিধি নিয়ে সতর্ক আয়োজকরা। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বইমেলায় প্রবেশে ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক। শারীরিক দূরত্ব-সহ মেনে চলতে হবে অন্যন্য কোভিড বিধিও।

বইমেলায় প্রবেশের শর্ত
-----------
 মাস্ক পরতে হবে। মাস্ক ছাড়া বইমেলায় প্রবেশ নিষিদ্ধ।

করোনাভাইরাস টিকার দুটি ডোজ নেওয়ার উপর জোর দেওয়া হবে। তবে টিকার ডবল ডোজ নিলেই শুধুমাত্র প্রবেশ করা যাবে কিনা, তা স্পষ্টভাবে জানানো হয়নি। গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, যাঁদের বয়স ১৮-র ঊর্ধ্বে, তাঁদের টিকাকরণের শংসাপত্র লাগবে।

 ই-পাসও চালু করা হতে পারে।

পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে নতুন কোনও বিধিনিষেধও জারি করা হতে পারে।

শহরের বইপ্রেমীদের কাছে কলকাতা বইমেলা উৎসবের মতো। বছরভর অপেক্ষায় থাকেন তাঁরা। চলতি বছরের বাদ সেধেছিল করোনা। যদিও বছরের শুরু দিকে যখন পরিস্থিতি খানিক আয়ত্তে ছিল, তখন মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তা আর ফলপ্রসূ হয়নি। একবছর বাদে ফের বইমেলা হচ্ছে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.