গালিফ স্ট্রিটে বনদফতরের হানা, উদ্ধার পাখি, ধৃত ৪

বনদফতরের হানায় উদ্ধার হল বেশ কিছু  পাখি। আজ গালিফ স্ট্রিট থেকে পাখিগুলি উদ্ধার  হয়। গ্রেফতার করা হয়েছে চারজনকে।  উদ্ধার করা হয়েছে ১১টি টিয়া, ১টি বিরল প্রজাতির পাহাড়ি ময়না এবং ৮টি মুনিয়া। ধৃতদের মধ্যে সোনম খাতুন নামে একজন মহিলা রয়েছে। দীর্ঘদিন থেকেই সোনমের খোঁজে তল্লাসি চালানো হচ্ছিল। ধৃতদের নাম মহম্মদ হোসেন, মহম্মদ ইসলাম, মহম্মদ রাজা। ধৃতদের আগামিকাল ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।

Updated By: Oct 6, 2013, 06:49 PM IST

বনদফতরের হানায় উদ্ধার হল বেশ কিছু  পাখি। আজ গালিফ স্ট্রিট থেকে পাখিগুলি উদ্ধার  হয়। গ্রেফতার করা হয়েছে চারজনকে।  উদ্ধার করা হয়েছে ১১টি টিয়া, ১টি বিরল প্রজাতির পাহাড়ি ময়না এবং ৮টি মুনিয়া। ধৃতদের মধ্যে সোনম খাতুন নামে একজন মহিলা রয়েছে। দীর্ঘদিন থেকেই সোনমের খোঁজে তল্লাসি চালানো হচ্ছিল। ধৃতদের নাম মহম্মদ হোসেন, মহম্মদ ইসলাম, মহম্মদ রাজা। ধৃতদের আগামিকাল ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।
বেশকিছুদিন ধরে কলকাতা ও শহরতলী থেকে বেশ কিছু দেশি বিদেশি পাখি শহরে আসছে বলে খবর ছিলই। তাই বেআইনি এই পাখি পাচারকারীদের ধরতে বনদফতর আগে থেকেই ফাঁদ পেতে ছিল। গালিফ স্ট্রিটে অভিযান চালিয়ে পাখি উদ্ধার বড় সাফল্য না হলেও। ধৃতদের জেরা করে আরও তথ্য পাওয়া যাবে বলে আশা করেছে আধিকারিকরা।

.