এবার বৈশাখির সাহায্যে কম্পিউটারে লিখবেন দৃষ্টিহীনরাও
ব্রেইল নয়। আর পাঁচজনের মত যাতে দৃষ্টিহীন মানুষরাও কম্পিউটারে লিখতে পারেন, তার জন্য অত্যাধুনিক সফটওয়্যার তৈরি করে ফেলেছেন অনুপম বসু। অনুপম বসু, খড়গপুর আইআইটি বিভাগের অধ্যাপক। তাঁর এই আবিষ্কারে অনেকটাই সুবিধা হয়েছে দৃষ্টিহীনরা।
একটি সফটওয়্যার। পোশাকি নাম স্পিচ এনেবেলড বৈশাখি। আর তা-ই জীবন বদলে দিচ্ছে গোটা বিশ্বের দৃষ্টিহীন এবং সেরিব্রাল পালসি আক্রান্ত মানুষদের। সফটওয়্যারটি তৈরি করেছেন অনুপম বসু। খড়্গপুর আইআইটির কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক। ব্রেইলের সাহায্য লাগবে না। কম্পিউটার জানলেই আর পাঁচজনের মত কম্পিউটারে লেখা যাবে অনায়াসেই। তা ইংরেজি হোক বা তাঁর মাতৃভাষা। এই সফটওয়্যারের সুবিধা অনেক। বলছেন দৃষ্টিহীনরাও।
ব্রেইল আবিষ্কার করে প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে দিয়েছিলেন ল্যুই ব্রেইল। আর স্পিচ এনেবেলড বৈশাখি নিয়ে প্রতিবন্ধকতাকে নতুন দিশা দিচ্ছেন বাংলার অনুপম বসু।