বেপরোয়া বাস চালানোর অপরাধে এই প্রথম কলকাতার এক মিনিবাস চালককে কারাদণ্ডের নির্দেশ দিল নগর দায়রা আদালত। মদ্যপ অবস্থায় বাস চালিয়ে দুজনকে পিষে দেওয়ার অপরাধে মিনিবাস চালক সুনীল সিংয়ের পাঁচ বছরের জেলের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ওই চালককে। অনাদায়ে আরও ছমাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে এস এন ব্যানার্জি রোডে বেপরোয়া বাস চালিয়ে মিনিবাস ফুটপাথে বাস তুলে দেন চালক সুনীল সিং। বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় রামচন্দ্র মাহাত এবং সোগরাজ সাহানির। গুরুতর আহত হন আরও ছজন। ঘটনার পাঁচ মাস পর পলাতক বাসচালককে গ্রেফতার করে তালতলা থানার পুলিস। চার বছর ধরে চলা এই মামলায় বাসচালকের বিরুদ্ধে সাক্ষী দেন বাসের কন্ডাক্টর ও খালাসি। বিচারক মধুছন্দা বোসের এজলাসে আজ ওই মামলার সাজা ঘোষণা হয়।

English Title: 
Judge sentenced jail to minibus driver for reckless driving
Home Title: 

বেপরোয়া বাস চালানোর অপরাধে মিনিবাস চালককে কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

No
23204
Is Blog?: 
No