সোনার ছেলে মানে তো আর সোনা দিয়ে তৈরি নয়, ঘরের ছেলে দিলীপের মুখরক্ষায় আরএসএস

দিলীপের মন্তব্যের মোকাবিলায় বেআইনিভাবে গো জবাইয়ের প্রসঙ্গ টেনে এনেছেন জিষ্ণু। 

Reported By: অঞ্জন রায় | Updated By: Nov 5, 2019, 09:45 PM IST
সোনার ছেলে মানে তো আর সোনা দিয়ে তৈরি নয়, ঘরের ছেলে দিলীপের মুখরক্ষায় আরএসএস

অঞ্জন রায়: গরুর দুধে সোনা থাকে বলে মন্তব্য করে বেজায় বেকায়দায় দিলীপ ঘোষ। আর বিজেপির রাজ্য সভাপতিকে বাঁচাতে গিয়ে গলদঘর্ম দশা বিজেপি-আরএসএসের। দিলীপের বক্তব্যে সাফাই দিয়েছেন জিষ্ণু বসু ও সায়ন্তন বসু। অথচ তাঁরা দিলীপবাবুর বক্তব্য নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে নারাজ দুজনেই। তাঁদের দাবি, দিলীপ ঘোষ কী বলেছেন, সেটা শোনেননি।   

দিলীপ ঘোষের গরুর দুধে সোনা থাকে মন্তব্য রূপক অর্থে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন আরএসএসের রাজ্য সম্পাদক জিষ্ণু বসু। তাঁর যুক্তি, সোনার ছেলে আমরা বলি। তো সোনা দিয়ে তৈরি ছেলে হয় নাকি! গরুর দুধের পুষ্টিগত গুরুত্বের কথা অনেক জার্নালে আছে। দিলীপবাবুর সঙ্গে কথা বলব। উনি উপমা দিয়ে বলতে পারেন। এখনও কথা হয়নি।  
 
দিলীপের মন্তব্যের মোকাবিলায় বেআইনিভাবে গো জবাইয়ের প্রসঙ্গ টেনে এনেছেন জিষ্ণু। তিনি বলেন,''আসল বিষয় থেকে সরে যাই আমরা। পশু হত্যা মোকাবিলায় আইন আছে। ১৪ বছরের কম বয়সী গরু কাটা যায় না। পশুচিকিত্সকদের সঙ্গে কথা বলুন। কী রকম অত্যাচার করা হয়! গোরক্ষার জন্য ভারতে আইন আছে। অথচ অবাধে ফিট ফর স্লটার সার্টিফিকেট দেওয়া হচ্ছে। সে ব্যাপারে প্রচার মাধ্যমের তাপ-উত্তাপ নেই। এটাই দুর্ভাগ্যের।''

গরুর গোবর থেকে সার তৈরির কথাও মনে করিয়ে দেন জিষ্ণু বসু। বলেন,''সারা পৃথিবীতে দেখুন, উত্তর আমেরিকায় আর্গানিক বা বায়ো পণ্য কীভাবে তৈরি হচ্ছে। গরুনির্ভর চাষ হতে পারে এদেশে। আমাদের পূর্ব পুরুষরা গরুর উপরে দেবত্ব আরোপ করেছে। আজ থেকে হাজার বছর আগে আমাদের পূর্ব পুরুষরা গোসম্পদের কথা ভেবেছিলেন।''

একইসুরে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুও দাবি করেছেন, দিলীপবাবুর মন্তব্য শোনেনি তিনি। এব্যাপারে সভাপতির সঙ্গে কথাও হয়নি। তবে সাফাই দিয়েছেন। সায়ন্তন বলেছেন, ''গরুর নাম শুনলে অনেকের কান গরম হয়ে যায়। কান গরম হওয়ার কথা নয়, সভ্যতার আদিকাল থেকে গরুকে ব্যবহার করা হয়ে আসছে। গরুকে ছোটবেলা থেকে শ্রদ্ধাভক্তি করে আসছি।''

বর্ধমানে গোপালকদের সভায় সোমবার দিলীপ ঘোষ বলেন,''ভারতীয় গরুর মধ্যে সোনার ভাগ থাকে। আমাদের গরুর মধ্যে কুঁজ থাকে। সেটাকে বলে স্বর্ণনাড়ি। সেখানে সূর্যের আলো পড়লে সোনা তৈরি হয়। সেই দুধে প্রতিষেধক থাকে। সেই দুধ খেলে আর কিচ্ছু খেতে হয় না। অনেক সাধু আছেন, বছরের পর বছর দুধ খেয়ে কাটিয়ে দেন। সেই গরুর দুধ ও দই পুজোয় লাগে। জার্সি গরুর দুধ কাজে লাগে না।''

আরও পড়ুন- পাসপোর্টের তথ্য যাচাইয়ের নামে বধূর শ্লীলতাহানিতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

.