বিদ্বেষ নয় বন্ধুত্ব, শহরে সম্প্রীতির মিছিলে হাঁটলেন বুদ্ধিজীবীরা

অশক্ত শরীরেও মিছিলে হাঁটলেন শঙ্খ ঘোষ। 

Updated By: Apr 8, 2018, 08:14 PM IST
বিদ্বেষ নয় বন্ধুত্ব, শহরে সম্প্রীতির মিছিলে হাঁটলেন বুদ্ধিজীবীরা

নিজস্ব প্রতিবেদন: মৃত্যু নয় জীবন। বিদ্বেষ নয় বন্ধুত্ব। এই স্লোগানে ফের মিছিল নগরীর পথে বুদ্ধিজীবীরা।  অসুস্থতা উপেক্ষা করে মিছিলে পা মেলালেন কবি শঙ্খ ঘোষ।  হাঁটলেন পবিত্র সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, তরুণ মজুমদাররা। ঝান্ডা ছাড়া মিছিলে হাঁটলেন সূর্য-বিমানরাও। 

রবিবারের দুপুরে পথে নামলেন কবি শঙ্খ ঘোষ। প্রায় পাঁচ বছর পর  অসুস্থ শরীরে মানুষের জন্য মিছিলে কবি। 'বিদ্বেষ নয় বন্ধুত্ব'- এই বার্তা নিয়েই ধর্মতলা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলে হাঁটলেন বাংলার  বুদ্ধিজীবীরা। রাজনীতিকে দূরে সরিয়ে সামনে এল একটাই কথা- 'মানুষ-মানুষের জন্য'। 

বুদ্ধিজীবীদের ডাকা মিছিলে পা মেলালেন বাম নেতারাও। তবে, দলের পতাকা সরিয়ে রেখেই। অসুস্থতা নিয়েই পথে নেমেছিলেন। তবু ইচ্ছে ছিল পুরোটা পথ হাঁটার। কিন্তু তারামণ্ডলের কাছে চৈত্রের প্রখর রোদে মিছিল চলতে চলতেই অসুস্থ হয়ে পড়েন শঙ্খ ঘোষ। অসুস্থ হয়ে পড়েন তরুণ মজুমদারও। তবে মিছিল এগিয়েছে গন্তব্যে ... হিংসা বিদ্বেষ ক্রোধকে সরিয়ে রেখে ধ্বনিত হয়েছে সম্প্রীতির সুর।

আরও পড়ুন- ভাঙছে পিসি-ভাইপোর জুটি? মায়াবতীকে এনডিএ-তে আসার প্রস্তাব

.