মত্ত যুবকদের মারে গুরুতর জখম নাট্যকর্মী শুভদীপ গুহ
Updated By: Nov 11, 2015, 09:38 PM IST
বাড়তে থাকা অপরাধের পরিসংখ্যানে এই মুহূর্তে নাম্বার ওয়ান পশ্চিমবঙ্গ। না এ কোনও মনগড়া তথ্য নয়। আশঙ্কার এই তথ্য উঠে এসেছে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ডেই। কিন্তু কেন বাড়ছে এই অপরাধপ্রবণতা? অর্থনীতিবিদ ও সমাজতাত্ত্বিকদের মতে, কর্মসংস্থানের অভাবই শিক্ষিত বেকার যুবকদের ঠেলে দিচ্ছে অন্ধকার জগতে।
আইন আইনের পথেই চলেছে। কিন্তু কোথায় নিরাপত্তা, কোথায়ই বা সুশাসন? বরং আইনকে বুড়ো আঙুল দেখিয়েই রাজ্যে বেড়েই চলেছে দুষ্কৃতীরাজ। কিন্তু যুব সমাজের মধ্যে কেন দিনদিন বাড়ছে এই অপরাধপ্রবণতা?