ছাড়পত্র ছাড়াই রমরমিয়ে চলছে নার্সিংহোম
আস্ত একটি নার্সিংহোম। চোখের সামনে চলছে রমরমিয়ে। কিন্তু সম্পূর্ণ বেআইনিভাবে। অভিযোগ এমনটাই। খাস কলকাতায় রাজাবাজারে বিপ্রদাস স্ট্রিটে এই নার্সিংহোমকে ঘিরে যত বিতর্ক। সরকারের ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট বলছে, যে কোনও নতুন হাসপাতাল খুলতে হলে কিছু নিয়ম-কানুন মানা বাধ্যতামূলক। সবার আগে চাই পরিবেশ দফতরের ছাড়পত্র। এছাড়াও পুরসভা এবং দমকলের অনুমতিও বাধ্যতামূলক। এরপরই ছাড়পত্র দিতে পারে স্বাস্থ্য দফতর। কিন্তু এই নার্সিংহোমের ক্ষেত্রে কোনও নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। নেই কোনও বৈধ কাগজ। এদিকে আবার, রাস্তারই একাংশ দখল করে জেনারেটর বসিয়ে কাজ চালাচ্ছেন নার্সিংহোম কর্তৃপক্ষ। এনিয়েও ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।
ওয়েব ডেস্ক: আস্ত একটি নার্সিংহোম। চোখের সামনে চলছে রমরমিয়ে। কিন্তু সম্পূর্ণ বেআইনিভাবে। অভিযোগ এমনটাই। খাস কলকাতায় রাজাবাজারে বিপ্রদাস স্ট্রিটে এই নার্সিংহোমকে ঘিরে যত বিতর্ক। সরকারের ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট বলছে, যে কোনও নতুন হাসপাতাল খুলতে হলে কিছু নিয়ম-কানুন মানা বাধ্যতামূলক। সবার আগে চাই পরিবেশ দফতরের ছাড়পত্র। এছাড়াও পুরসভা এবং দমকলের অনুমতিও বাধ্যতামূলক। এরপরই ছাড়পত্র দিতে পারে স্বাস্থ্য দফতর। কিন্তু এই নার্সিংহোমের ক্ষেত্রে কোনও নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। নেই কোনও বৈধ কাগজ। এদিকে আবার, রাস্তারই একাংশ দখল করে জেনারেটর বসিয়ে কাজ চালাচ্ছেন নার্সিংহোম কর্তৃপক্ষ। এনিয়েও ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।
পরিবেশ দফতর বা দমকল কারোরই ছাড়পত্র দেখাতে পারেনি নার্সিংহোম কর্তৃপক্ষ। একটিই কাগজ তাঁরা খাড়া করছেন নিজেদের স্বপক্ষে। ট্রেড লাইসেন্স। দাবি, তা পুরসভারই দেওয়া। এদিকে কলকাতা পুরসভার তরফ থেকে বলা হচ্ছে উল্টো কথা। লাইসেন্স দূরে থাক, এমন কোনও নার্সিংহোম চলার খবরই মানতে নারাজ তারা। পুরসভার দাবি, বিপ্রদাস স্ট্রিটে এমন কোনও নার্সিংহোমই নাকি নেই! ছাড়পত্রের প্রশ্ন আসে কোথা থেকে?