উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ আজ

প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আজই মার্কশিট হাতে পাবে ছাত্রছাত্রীরা ।

Updated By: Jun 3, 2012, 06:17 PM IST

প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আজই মার্কশিট হাতে পাবে ছাত্রছাত্রীরা । উচ্চমাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হওয়ার প্রায় দেড় মাসের মাথায় এবছর প্রকাশিত হতে চলেছে পরীক্ষার ফল। সোমবার সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা পরই সাড়ে দশটা থেকে বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ শুরু হবে। বেলা ১১টা থেকে বিভিন্ন ওয়েবসাইট এবং এস এম এসের মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। ওয়েবসাইট গুলি হল:-
www.wbchse.nic.in,
www.wbresults.nic.in,
www.clickcollegestreet.com,
www.examresults.net,
www.results.banglarmukh.gov.in,
www.calcuttatelephones.com,
www.exametc.com এবং
www.indiaresults.com
বেশ কয়েকটি নম্বরে এসএমএস করেও উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে। WB 12 লিখে স্পেস দিয়ে রোল নাম্বার টাইপ করে পাঠিয়ে দিতে হবে 57333, 56969, 54646, 54242, 56505 এবং 56730 নম্বরে। 
এবছর সাত লাখেরও বেশি ছাত্রছাত্রী বসেছিল উচ্চমাধ্যমিক পরীক্ষায়।  

.