উচ্চমাধ্যমিকে সাফল্যের নিরিখে শীর্ষস্থানে পূর্ব মেদিনীপুর, পঞ্চম কলকাতা

Updated By: May 29, 2015, 04:22 PM IST
উচ্চমাধ্যমিকে সাফল্যের নিরিখে শীর্ষস্থানে পূর্ব মেদিনীপুর, পঞ্চম কলকাতা

ওয়েব ডেস্ক: উচ্চমাধ্যমিকে এবার উল্লেখযোগ্য হারে বাড়ল ছাত্রছাত্রীদের পাসের হার। এবছর পাসের হার ৮২.৩৮ শতাংশ। গতবছর তা ছিল ৭৮.৪২ শতাংশ। পাসের হারে সামান্য হলেও, মেয়েদের চেয়ে এগিয়ে ছেলেরা। এবছর ছাত্রদের পাসের হার ৮২.৬৯ শতাংশ। ছাত্রীদের ৮১.৮০ শতাংশ। আটান্ন দিনের মাথায় এবার ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কোনও রেজাল্ট এবছর অসম্পূর্ণ নেই। সাফল্যের নিরিখে শীর্ষস্থানে পূর্ব মেদিনীপুর জেলা। এরপর যথাক্রমে রয়েছে পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া। সাফল্যের নিরিখে পঞ্চম স্থানে কলকাতা। ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হারে অবশ্য এক নম্বরে কলকাতা। এবছর সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পাসের হার, ৭৮.০৪ শতাংশ। গত বছরের তুলনায় এই হার অনেকটাই বেড়েছে। SC-ST ছাত্রছাত্রীদের পাসের হার ৭৭.২৯ শতাংশ। 

.