শহরের হোটেলে ঝগড়ার জেরে ধাক্কা, ফুটন্ত মাছের ঝোল গায়ে ঢালায় মৃত্যু হোটেল কর্মীর, গ্রেফতার ক্রেতা

ফুটন্ত মাছের ঝোল গায়ে ঢেলে দেওয়ায় মৃত্যু  হল দোকানের কর্মচারীর। মৃতের নাম লালন সিং। মঙ্গলবার এজরা স্ট্রিটে রাস্তার ধারে একটি খাবারের দোকানে ঘটনাটি ঘটে। খাবার দেওয়া নিয়ে ক্রেতা মহম্মদ জাকিরের সঙ্গে বচসায় জড়ান লালন। হঠাত্‍ই ফুটন্ত মাছের ঝোল লালনের গায়ে ঢেলে দেয় মহম্মদ জাকির। গুরুতর জখম অবস্থায় লালন সিংকে ভর্তি করা হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। আজ সকালে মৃত্যু হয় তাঁর।  অভিযুক্ত  মহম্মদ জাকিরকে গ্রেফতার করেছে পুলিস।

Updated By: May 12, 2016, 01:10 PM IST
শহরের হোটেলে ঝগড়ার জেরে ধাক্কা, ফুটন্ত মাছের ঝোল গায়ে ঢালায় মৃত্যু হোটেল কর্মীর, গ্রেফতার ক্রেতা

ওয়েব ডেস্ক: ফুটন্ত মাছের ঝোল গায়ে ঢেলে দেওয়ায় মৃত্যু  হল দোকানের কর্মচারীর। মৃতের নাম লালন সিং। মঙ্গলবার এজরা স্ট্রিটে রাস্তার ধারে একটি খাবারের দোকানে ঘটনাটি ঘটে। খাবার দেওয়া নিয়ে ক্রেতা মহম্মদ জাকিরের সঙ্গে বচসায় জড়ান লালন। হঠাত্‍ই ফুটন্ত মাছের ঝোল লালনের গায়ে ঢেলে দেয় মহম্মদ জাকির। গুরুতর জখম অবস্থায় লালন সিংকে ভর্তি করা হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। আজ সকালে মৃত্যু হয় তাঁর।  অভিযুক্ত  মহম্মদ জাকিরকে গ্রেফতার করেছে পুলিস।

Tags:
.