নির্বিঘ্নেই শেষ হল উচ্চমাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা
বুধবার ছিল উচ্চমাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে পরীক্ষা নিয়ে কোনও জায়গা থেকে কোনওরকম অভিযোগ জমা পড়েনি।
বুধবার ছিল উচ্চমাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে পরীক্ষা নিয়ে কোনও জায়গা থেকে কোনওরকম অভিযোগ জমা পড়েনি।
এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৩৮ হাজার ৪৬৭ জন। যার মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৬ লক্ষ ১১ হাজার ৮১৪ জন। এবার ৩ লক্ষ ৯৪ হাজার ছাত্র ও ৩ লক্ষ ৪৪ হাজার ছাত্রী পরীক্ষায় বসছে। গতবারের থেকে একলাখেরও বেশি পরীক্ষার্থী এবার উচ্চমাধ্যমিক দিচ্ছে। পরীক্ষা চলবে ৭ এপ্রিল পর্যন্ত।
অন্যদিকে ২০১৪ সাল থেকে একাদশ শ্রেণির পরীক্ষায় একগুচ্ছ পরিবর্তনের কথা ভাবছে সংসদ। একাদশ শ্রেণির খাতা বাইরের স্কুলের শিক্ষককে দিয়ে দেখানোর পাশাপাশি পরীক্ষারর আসন অন্য স্কুলে ফেলা, এসবই রয়েছে সংসদের চিন্তাভাবনার মধ্যে। এদিকে এবছর থেকেই মার্কশিটে মোট নম্বর ফিরছে।