সমবায় ব্যাঙ্ক নিয়ে রাজনৈতিক চাপানউতোর

সমবায় ব্যাঙ্ক নিয়ে এবার সরকারের সঙ্গে রাজনৈতিক চাপানউতোর শুরু হল বিরোধীদের। আজ বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন সরকারের সিদ্ধান্ত কার্যকর হলে কৃষকরা মহাজনদের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হবেন। কারণ ওই সিদ্ধান্তের ফলে রাজ্যে সমবায় ব্যাঙ্কিং ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে।

Updated By: Mar 13, 2012, 09:48 PM IST

সমবায় ব্যাঙ্ক নিয়ে এবার সরকারের সঙ্গে রাজনৈতিক চাপানউতোর শুরু হল বিরোধীদের। আজ বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন সরকারের সিদ্ধান্ত কার্যকর হলে কৃষকরা মহাজনদের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হবেন। কারণ ওই সিদ্ধান্তের ফলে রাজ্যে সমবায় ব্যাঙ্কিং ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। বিরোধীদের বক্তব্য, সরকার যদি কৃষকের পাশে দাঁড়াতে চায় তাহলে ঋণ মকুব করুক। রাজ্যে লাগাতার কৃষক আত্মহত্যার পর এবার কৃষিঋণ নিয়ে সরকার ও বিরোধীপক্ষের মধ্যে সংঘাত বাড়তে চলেছে। বিরোধী বামেদের বক্তব্য মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নতুন ব্যবস্থা কার্যকর হলে মহাজনী ঋণের ফাঁদে জর্জরিত হয়ে পড়বেন এরাজ্যের কৃষকরা।
একই সঙ্গে বামফ্রন্টের বক্তব্য, কৃষকের সম্পত্তি ক্রোক করার নোটিস দেওয়া জরুরি নয়। অন্যভাবেও বকেয়া টাকা আদায় করা যায়। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, তমলুকে সম্পত্তি ক্রোকের নোটিস দিয়েছে তৃণমূল কংগ্রেস প্রভাবিত সমবায় ব্যাঙ্কই।
একই আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান অশোক ব্যানার্জিও। তাঁর আশঙ্কার কথা জানিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন।  
সোমবার মহাকরণে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সমবায় ব্যাঙ্কের কৃষিঋণ শোধ করতে না পারলেও কৃষকদের সম্পত্তি বাজেয়াপ্ত করবে না তার সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় সিদুঁরে মেঘ দেখছেন রাজ্য সমবায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাদের আশঙ্কা মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত কার্যকরী হলে ভেঙে পড়বে রাজ্যের সমবায় ব্যাঙ্ক পরিষেবা।

.