ভোটেও হার, কোর্টেও হার কংগ্রেসের
ভোটেও হার। কোর্টেও হার। পুরভোটের ফলপ্রকাশের ওপর কংগ্রেসের স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল হাইকোর্ট। ভোটের পরেরদিনই ভোটলুঠের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। পৃথক মামলা করেন কংগ্রেস নেতা রিজু ঘোষালও। তাঁদের আবেদন ছিল, সংবাদ মাধ্যমের ফুটেজ প্রমাণ করে পুরভোটের দিন নির্বিচারে ভোট লুঠ হয়েছে। তাই ফল প্রকাশের ওপর স্থগিতাদেশ জারি করুক হাইকোর্ট। আজ বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গল বেঞ্চ কংগ্রেসের সেই আর্জি খারিজ করে দিল। হাইকোর্টের যুক্তি, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনকে ভোট পরিচালনার বিশেষ দায়িত্ব দেওয়া রয়েছে। তাই এনিয়ে কোনও নির্দেশ দেওয়ার এক্তিয়ার নেই কমিশনের।
ওয়েব ডেস্ক: ভোটেও হার। কোর্টেও হার। পুরভোটের ফলপ্রকাশের ওপর কংগ্রেসের স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল হাইকোর্ট। ভোটের পরেরদিনই ভোটলুঠের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। পৃথক মামলা করেন কংগ্রেস নেতা রিজু ঘোষালও। তাঁদের আবেদন ছিল, সংবাদ মাধ্যমের ফুটেজ প্রমাণ করে পুরভোটের দিন নির্বিচারে ভোট লুঠ হয়েছে। তাই ফল প্রকাশের ওপর স্থগিতাদেশ জারি করুক হাইকোর্ট। আজ বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গল বেঞ্চ কংগ্রেসের সেই আর্জি খারিজ করে দিল। হাইকোর্টের যুক্তি, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনকে ভোট পরিচালনার বিশেষ দায়িত্ব দেওয়া রয়েছে। তাই এনিয়ে কোনও নির্দেশ দেওয়ার এক্তিয়ার নেই কমিশনের।