কানে হেড ফোন, মহিলাকে কটূক্তি! ৩ শিশুকে পিষে দিল মদ্যপ বাইক চালক

টনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি পাশোয়ান নাম এক শিশু। তার একটি পা বাদ যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। 

Updated By: Feb 17, 2021, 01:52 PM IST
কানে হেড ফোন, মহিলাকে কটূক্তি! ৩ শিশুকে পিষে দিল মদ্যপ বাইক চালক
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: মহিলাদের কটূক্তি করতে গিয়ে তিন কিশোরকে পিষে দিল মদ্যপ চালক। সরস্বতী পুজোর দিন মালিকতলায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। আহত ৩ শিশুকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি পাশোয়ান নাম এক শিশু। তার একটি পা বাদ যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। তার অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই তাঁকে ১২ ঘণ্টা সময় দিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন:  'বেড নেই' SSKM-এ, খোলা আকাশের নীচেই যন্ত্রণায় কাতরাচ্ছেন রোগী

হাসপাতালে ভর্তি আকাশ মাজি নামে আরও এক শিশু, চিকিৎসকরা জানাচ্ছেন তাঁর কোমর থেকে পা পর্যন্ত অংশের হাড় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। উল্লেখ্য, হাসপাতালে হয়রানির অভিযোগ তুলেছে শিশুদের পরিবার। তাঁদের হাসপাতালে ঢুকতেই দেওয়া হচ্ছিল না বলে জানিয়েছেন আকাশের মা এবং দিদা। 

এলাকাবাসীর অভিযোগ তিন জনৈক যুবক বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিল। রাস্তায় তিনটি মেয়েকে কটূক্তিও করে তাঁরা। সেই সময় ওই রাস্তা দিয়েই স্কুলে যাচ্ছিল ওই তিন শিশু। নিয়ন্ত্রণ হারিয়ে তিন শিশুকে সজোরে ধাক্কা মারে বাইকটি, ছিটকে যায় তিন শিশু। 

.