ছাইয়ের গাদাতেই বেঁচে থাকার রসদ খুঁজছেন সর্বস্বান্ত ব্যবসায়ীরা
এখনও কোথাও ধিকি ধিকি জ্বলছে আগুন। কোথাও বা দেখা যাচ্ছে ধোঁয়া। যার ফলে কিছুক্ষণের জন্য ছড়াচ্ছে আতঙ্ক। এটাই বৃহস্পতিবার ভোরের বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া হাতিবাগান বাজারের বর্তমান ছবি।
এখনও কোথাও ধিকি ধিকি জ্বলছে আগুন। কোথাও বা দেখা যাচ্ছে ধোঁয়া। যার ফলে কিছুক্ষণের জন্য ছড়াচ্ছে আতঙ্ক। এটাই বৃহস্পতিবার ভোরের বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া হাতিবাগান বাজারের বর্তমান ছবি।
সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। চলছে পর্যবেক্ষণের কাজও। ভস্মীভূত দোকানের মালিক-কর্মীরাও শেষ সম্বলগুলি সযত্নে সংগ্রহ করার কাজ চালিয়ে যাচ্ছেন। সেইসঙ্গে চলছে পরিষ্কারের কাজ। কারণ সকলেই চান যত দ্রুত সম্ভব আগুনের রেশ মুছে ফেলে, ফের সাজিয়ে তুলতে হাতিবাগান বাজারকে।
তবে সেই কাজ যে খুব সহজ নয়, সেটা তাঁরা জানেন। তবু সবজি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির বিক্রি যাতে দ্রুত শুরু করা যায়, চলছে তারই প্রস্তুতি। শুক্রবার হাতিবাগান বাজারে আসছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগ্নিকাণ্ডের নেপথ্যে কোনও অন্তর্ঘাত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতিও দিয়েছিলেন, বাজারকে দ্রুত চালু করতে সবরকম সাহায্য করবে পুরসভা। ফলে সেই দিকেই তাকিয়ে সর্বহারা দোকান-মালিকরা।