হরিদেবপুরে এলোপাথাড়ি গুলি, সন্দেহের তির রেনিয়ার দুই কুখ্যাত দুষ্কৃতীর দিকে

হরিদেবপুরের রাস্তায় এলোপাথাড়ি গুলি। অসহায় দর্শক পুলিস। কারা চালাল গুলি? উঠছে রেনিয়ায় দুই কুখ্যাত ডন, দুই ভাই নান্টু ও বাপ্পার নাম।

Updated By: Jul 9, 2015, 07:57 PM IST
হরিদেবপুরে এলোপাথাড়ি গুলি, সন্দেহের তির রেনিয়ার দুই কুখ্যাত দুষ্কৃতীর দিকে

ব্যুরো: হরিদেবপুরের রাস্তায় এলোপাথাড়ি গুলি। অসহায় দর্শক পুলিস। কারা চালাল গুলি? উঠছে রেনিয়ায় দুই কুখ্যাত ডন, দুই ভাই নান্টু ও বাপ্পার নাম।

বারে মদ খাওয়া নিয়ে বচসা। রাতের শহরে বন্দুক হাতে দুষ্কৃতী তাণ্ডব। শিকার পথচারী।

পুলিসকে কার্যত ঠুঁটো জগন্নাথ করে রেখে কারা চালাল  তাণ্ডব?

বারের সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে দুষ্কৃতীদের ছবি।পুলিসের জালে বিজয় নামে এক অভিযুক্ত। ধৃতকে জেরা করে ও CCTV-র ফুটেজ খতিয়ে দেখে পুলিস নিশ্চিত গোটা হামলার মাস্টারমাইন্ড রেনিয়া এলাকার দুই ডন নান্টু ও বাপ্পার।

প্রথমেই উঠছে কুখ্যাত দুষ্কৃতী নান্টুর নাম।

নান্টু রেনিয়া এলাকায় কুখ্যাত দুষ্কৃতী।

তার বিরুদ্ধে একাধিক খুন ডাকাতির অভিযোগ রয়েছে।

গড়িয়ার বোড়ালে নান্টুর ইট, চুন, সুরকির ব্যবসা।  

কবরডাঙার হার্ড রক বারে প্রায়ই মদ খেতে আসত নান্টু।

পুরসভার ভোটের আগে সর্তকতামূলক ব্যবস্থা হিসাবে আগাম গ্রেফতার করা হয়েছিল

নান্টুর শাগরেদ হিসাবেই তার সঙ্গে থাকে ভাই বাপ্পা। বুধবার রাতে আগাগোড়া দাদার সঙ্গেই ছিল বাপ্পা। দুজনে একসঙ্গে  হার্ড রক বারে মদ খেতে গিয়েছিল ।বাউন্সার তাদের বের করে দেওয়ার পর ছ সাতজনকে সঙ্গে নিয়ে ফের বারে চড়াও হয় তারা। সেসময় তাদের সঙ্গী ছিল বিজয়। এখনও পর্যন্ত বেপাত্তা নান্টু ও বাপ্পা। তাদের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস।

 

 

 

.