নবান্নে ত্রিপাক্ষিক বৈঠকে ঘুরিয়ে পৃথক রাজ্যের দাবি মোর্চা নেতাদের

সরাসরি নয়, নবান্নের ত্রিপাক্ষিক বৈঠকে ঘুরিয়ে পৃথক রাজ্যের দাবি করলেন মোর্চা নেতারা। রাজ্য ও কেন্দ্রের সঙ্গে বৈঠকে পাহাড়ের উন্নয়নের জন্য একগুচ্ছ দাবি রাখেন তাঁরা।  হিল স্টেটের মর্যাদা চেয়ে বা নর্থ ইস্ট কাউন্সিলে জিটিএর অর্ন্তভুক্তির দাবি তুলে আদতে মোর্চা পৃথক রাজ্যের দাবি করল বলেই মনে করা হচ্ছে। এবার দার্জিলিংয়ের জন্য পিছিয়ে পড়া এলাকার স্বীকৃতি চাইল গোর্খা জনমুক্তি মোর্চা। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসেন রোশন গিরি, হরকা বাহাদুর ছেত্রীরা। সেখানে  উঠে আসে দার্জিলিংকে হিল স্টেটের মর্যাদা দেওয়ার প্রসঙ্গ।

Updated By: Nov 20, 2013, 11:01 PM IST

সরাসরি নয়, নবান্নের ত্রিপাক্ষিক বৈঠকে ঘুরিয়ে পৃথক রাজ্যের দাবি করলেন মোর্চা নেতারা। রাজ্য ও কেন্দ্রের সঙ্গে বৈঠকে পাহাড়ের উন্নয়নের জন্য একগুচ্ছ দাবি রাখেন তাঁরা।  হিল স্টেটের মর্যাদা চেয়ে বা নর্থ ইস্ট কাউন্সিলে জিটিএর অর্ন্তভুক্তির দাবি তুলে আদতে মোর্চা পৃথক রাজ্যের দাবি করল বলেই মনে করা হচ্ছে। এবার দার্জিলিংয়ের জন্য পিছিয়ে পড়া এলাকার স্বীকৃতি চাইল গোর্খা জনমুক্তি মোর্চা। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসেন রোশন গিরি, হরকা বাহাদুর ছেত্রীরা। সেখানে  উঠে আসে দার্জিলিংকে হিল স্টেটের মর্যাদা দেওয়ার প্রসঙ্গ।
পাহাড়ের উন্নয়নের স্বার্থে নর্থ ইস্ট কাউন্সিলে জিটিএর অর্ন্তভুক্তি বা হিল স্টেটের মর্যাদা চেয়ে আদতে মোর্চা নেতারা পৃথক রাজ্যের দাবিই করলেন বলে মনে করা হচ্ছে।  উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি নর্থ ইস্ট কাউন্সিলের সদস্য। তাহলে কি কাউন্সিলের সদস্য হতে চেয়ে পৃথক রাজ্যের দাবিই জিইএ রাখলেন মোর্চা নেতারা? ? যদিও  সেকথা স্বীকার করেননি মোর্চা নেতারা।
জিটিএকে রাজস্ব আদায় করতে দেওয়ার দাবিও তুলেছেন মোর্চা নেতারা। উঠেছে জিটিএ এলাকায়  ত্রিস্তর পঞ্চায়েত গঠনের দাবিও।  বৈঠকে এছাড়াও  বেশ কিছু দাবি করেছে মোর্চা ।
গোর্খাদের আদিবাসী মর্যাদা দিতে হবে। পাহাড়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তৈরি করতে হবে। জিটিএর সচিবালয় তৈরির জন্য ৫৫৩ কোটি টাকার অনুদান দিতে হবে।
 
বৈঠকের পর রাজ্যের স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দার্জিলিংকে হিল স্টেটের মর্যাদা দেওয়া, গোর্খাদের আদিবাসীর মর্যাদা দেওয়া পাহারে  ত্রিস্তর পঞ্চায়েত,  সৈনিক স্কুল, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের মতো বিষয়গুলি কেন্দ্রীয় সরকার দেখছে। ব্লক পুনর্গঠনের দাবি নিয়ে মোর্চার দাবি খতিয়ে দেখা হচ্ছে। ৫৫৩ কোটির অনুদান নিয়ে কমিটি গড়বে রাজ্য। অনুদান দেওয়ার বিষয়টি এই কমিটিই ঠিক করবে।
 

 

.