মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছিলেন সূর্য, তাতেই বিধানসভায় বিতর্ক জুড়ে দিলেন মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন বিরোধীদের বিধানসভায় বলতে দেওয়া হবে না, তা নিয়ে তুমুল বাকবিতণ্ডার সাক্ষী রইল বিধানসভা। যে বিতন্ডায় জড়ালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দল নেতা সূর্যকান্ত মিশ্র। 

Updated By: Nov 20, 2013, 10:50 PM IST

মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন বিরোধীদের বিধানসভায় বলতে দেওয়া হবে না, তা নিয়ে তুমুল বাকবিতণ্ডার সাক্ষী রইল বিধানসভা। যে বিতন্ডায় জড়ালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দল নেতা সূর্যকান্ত মিশ্র। 
অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে মঙ্গলবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চায় দুই বিরোধী শিবির বাম ও কংগ্রেস। অনুমতি দেননি অধ্যক্ষ। বুধবারও একই ইস্যুতে আলোচনা চান তাঁরা। বুধবারও অনুমতি মেলেনি। দুপুর বারোটা নাগাদ হঠাত্ই বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার কর্মসূচীতে তাঁর বক্তব্য রাখার কথা ছিল না। অধ্যক্ষের বিশেষ অনুমতি নিয়ে বক্তব্য রাখতে শুরু করেন তিনি। প্রথমে আলু তারপর পেঁয়াজ চাষ নিয়ে বক্তব্য রাখছিলেন তিনি। বেশ কিছু ইস্যুতে বিরোধী বামেদের আক্রমণও করেন তিনি। বলেন, "কুত্সা অপপ্রচার চালানো হচ্ছে। গুজব রটানো হচ্ছে। তৃণমূল বিরোধী আসনে থাকাকালীন কথনও এধরনের রাজনীতি করেনি।"
তখনই দাঁড়িয়ে পরেন বিরোধী দল নেতা সূর্যকান্ত মিশ্র। অধ্যক্ষকে প্রশ্ন করেন, "কেন মুখ্যমন্ত্রীকে একতরফা ভাবে বলতে দেওয়া হচ্ছে। এই পদ্ধতি কোনও আলোচনা হয় না।" দু`দিন ধরে বিরোধীরা মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা চাইছে, মুলতুবি প্রস্তাব চাইছে, কোনও কিছুতেই অনুমতি পাওয়া যাচ্ছে না। পয়েন্ট অফ অর্ডার তুলতে দেওয়া হচ্ছে না।
 
বিরোধী দল নেতার বক্তব্যে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলে ওঠেন, "ঠিক আছে সূর্যবাবুকে ২ মিনিট বলতে দিন। আমি তারপর বলব।" মুখ্যমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ সূর্যকান্ত মিশ্র বলেন, "বিরোধীদের বলতে দিয়ে কি দয়া করা হচ্ছে?  কারোর দয়া চাই না।" তীব্র বাকবিতণ্ডার মধ্যেই অধ্যক্ষ বিরোধী দলনেতাকে বক্তব্য রাখার অনুমতি দেন। তারপর থামে বাক বিতণ্ডা। বিরোধী দল নেতা আর বক্তব্য রাখেননি।
 

.