অঙ্গদানে কলকাতার সিগনাল গ্রিন
সিগনাল গ্রিন। মাত্র ৯ মিনিটে বাইপাসের অ্যাপোলো গ্লেনেগলস হাসপাতাল থেকে পিজি। তাও আবার বড়দিনের ভিড়ে ঠাসা রাতে! শহরের মোড়ে মোড়ে যখন ট্রাফিকের গোঁত্তা, তখন সুরভি বসাকের একটি কিডনি মাত্র ৯ মিনিটে বাইপাস থেকে পৌছে গেল রাজ্যের একমাত্র সুপার স্পেশালিটি হাসপাতালে। সৌজন্যে সেই গ্রিন করিডর।
ওয়েব ডেস্ক: সিগনাল গ্রিন। মাত্র ৯ মিনিটে বাইপাসের অ্যাপোলো গ্লেনেগলস হাসপাতাল থেকে পিজি। তাও আবার বড়দিনের ভিড়ে ঠাসা রাতে! শহরের মোড়ে মোড়ে যখন ট্রাফিকের গোঁত্তা, তখন সুরভি বসাকের একটি কিডনি মাত্র ৯ মিনিটে বাইপাস থেকে পৌছে গেল রাজ্যের একমাত্র সুপার স্পেশালিটি হাসপাতালে। সৌজন্যে সেই গ্রিন করিডর।
আরও পড়ুন- বড়দিনে বড় মনের পরিচয় শহরে, মোট পাঁচটি অঙ্গপ্রতিস্থাপন!
তৈরি ছিল কলকাতা পুলিস। আগে পাইলট কার। পিছনের গাড়িতে সুরভির কিডনি। যাত্রাপথের সমস্ত সিগনালে তখন একটাই রং, সবুজ। সাঁ সাঁ করে এগোল গাড়ি। ন মিনিটেই পিজি। সেখানে নতুন জীবনের অপেক্ষায় ডায়ালিসিসে থাকা এক রোগী। উল্লেখ্য, সুরভি বরাটের অঙ্গ থেকেই নতুন জীবন পাচ্ছেন মোট পাঁচজন।