দফতর বন্ধের সিদ্ধান্ত নিল সরকার
রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরই নিরাপত্তার কারণে সরিয়ে দেওয়া হয়, মহাকরণে বিভিন্ন জায়গায় চা ও খাবার বিক্রেতাদের। এবার কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে আস্ত একটি দফতরই বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
Updated By: Dec 18, 2011, 12:01 PM IST
রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরই নিরাপত্তার কারণে সরিয়ে দেওয়া হয়, মহাকরণে বিভিন্ন জায়গায় চা ও খাবার বিক্রেতাদের। এবার কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে আস্ত একটি দফতরই বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গত সোমবার টাউন হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওই দফতর সম্পর্কে অভিযোগ তোলেন একাধিক আধিকারিক। মহাকরণ, পূর্তভবন, নব মহাকরণ এবং ভবানীভবনে অবস্থিত সেন্ট্রাল ডেসপ্যাচ অফিসের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের গাফিলতিতে এক দফতর থেকে অন্য দফতরে ফাইল, চিঠিপত্র পাঠাতে দেরি হচ্ছে। ফলে প্রকল্পের কাজ বিলম্বিত হচ্ছে।