কলকাতা বিমানবন্দরে ফের ভেঙে পড়ল গ্লাস প্যানেল

ফের বিমানবন্দরে ভাঙল গ্লাস প্যানেল। ৩ নম্বর গেটের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কাচ। কেউ না থাকায় বড় বিপদ থেকে রক্ষা। দুর্ঘটনার কিছুক্ষণ পরেই বিমানবন্দরকর্মীরা তড়িঘড়ি কাচ সরিয়েও ফেলেন। তবে কিভাবে সেই কাঁচ ভাঙল তা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক।

Updated By: Aug 13, 2016, 12:02 PM IST
কলকাতা বিমানবন্দরে ফের ভেঙে পড়ল গ্লাস প্যানেল

ওয়েব ডেস্ক : ফের বিমানবন্দরে ভাঙল গ্লাস প্যানেল। ৩ নম্বর গেটের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কাচ। কেউ না থাকায় বড় বিপদ থেকে রক্ষা। দুর্ঘটনার কিছুক্ষণ পরেই বিমানবন্দরকর্মীরা তড়িঘড়ি কাচ সরিয়েও ফেলেন। তবে কিভাবে সেই কাঁচ ভাঙল তা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক।

আরও পড়ুন- পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার পর, সমীক্ষা রিপোর্ট দিচ্ছে বিপদের ইঙ্গিত

কয়েক মাস আগে বিমানবন্দরের ভেতরে কাচ ভেঙে এক বিমানকর্মী জখম হয়েছিলেন। গত বছর অ্যাডভাইসারি কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, মোটা অঙ্কের টাকা খরচ করে কাচ বদলে ফেলা হবে। তারপরে কাচ বদলেও ফেলা হয়। কিন্তু বারবার একই ঘটনা প্রমাণ করছে সেই পদক্ষেপ বিফলেই গেছে।

.