বিরোধী হিসেবে যথাযথ মর্যাদা পাচ্ছেন না, অভিযোগ গৌতম দেবের

Updated By: Sep 15, 2014, 11:59 PM IST
বিরোধী হিসেবে যথাযথ মর্যাদা পাচ্ছেন না, অভিযোগ গৌতম দেবের

ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন সিপিআইএম নেতা গৌতম দেব। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিরোধীদের মর্যাদা দেন না। সাড়ে তিন বছরে একবারও বিরোধীদের সঙ্গে আলোচনায় বসেননি। তবে বামেরা সরকার চালাতে তাঁকে সহযোগিতা করতে চায়।সারদাসহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধে সোমবার রানি রাসমনি অ্যাভিনিউতে সভা করে বিভিন্ন বামপন্থী গণসংগঠন। এদিন ওই একই ইস্যুতে শিয়ালদা থেকে মিছিল করে এসএফআই। পরে এসএফআই আয়োজিত সভায়  মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন সিপিআইএম নেতা গৌতম দেব।

বিরোধীদের আদৌ মর্যাদা দেন না মুখ্যমন্ত্রী, অভিযোগ গৌতমের। এদিন তিনি বলেন, রাজ্যের উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করতে বামেরা তৈরি। এদিন বিজেপিরও তীব্র সমালোচনা করেন এই সিপিআইএম নেতা। শিয়ালদা থেকে এসএফআইয়ের  মিছিল যায় মৌলালি যুব কেন্দ্রে।সেখানে আলোচনাসভায় বক্তব্য পেশ করেন এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক ও সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

 

.