রাতভোর শুভেচ্ছা, আলিঙ্গন বিনিময়ের মধ্যে চলছে গঙ্গার বুকে সাফাই কাজ

উত্সবের শেষে বিষাদের সুর।   বাবুঘাটে রাতভর  চলেছে প্রতিমা নিরঞ্জন। নিরঞ্জন ঘিরে গঙ্গার ঘাটে ব্যবস্থা ছিল কড়া নিরাপত্তার।  শনিবার সকাল থেকেই গঙ্গার ঘাটে উপচে পড়া ভিড়। চারদিন কাটিয়ে কৈলাশে ফিরল উমা।

Updated By: Oct 5, 2014, 10:33 AM IST
রাতভোর শুভেচ্ছা, আলিঙ্গন বিনিময়ের মধ্যে চলছে গঙ্গার বুকে সাফাই কাজ

ওয়েব ডেস্ক: উত্সবের শেষে বিষাদের সুর।   বাবুঘাটে রাতভর  চলেছে প্রতিমা নিরঞ্জন। নিরঞ্জন ঘিরে গঙ্গার ঘাটে ব্যবস্থা ছিল কড়া নিরাপত্তার।  শনিবার সকাল থেকেই গঙ্গার ঘাটে উপচে পড়া ভিড়। চারদিন কাটিয়ে কৈলাশে ফিরল উমা।

বাবুঘাট সহ অন্যান্য গঙ্গার ঘাটে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে প্রতিমা কাঠামো। শীঘ্র নোংরা হাঠাতে ব্যস্ত পুরসভা কর্মীরা।  তবে বছরভর এই কটা দিনের জন্য হা-পিত্যেশ করে বসে থাকা। বিদায়ক্ষণে চোখের জল নয়, বরং আগামীর প্রতীক্ষায় প্রত্যেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। উতসবের আনন্দ ঘুছিয়ে দিয়েছে দেশ-কাল-সীমানার গণ্ডি। নিরঞ্জন পর্ব ঘিরে নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। ততপর ছিল পুরসভাও। তাও মন যে মানতে চায়না। ঢাকের বোলে আরও  একবছরের প্রতীক্ষা জানিয়ে দেয়....

 

.