শুভ বিজয়া

উত্সবের শেষে বিষাদের সুর। আজ বিজয়া দশমী। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা।  মঙ্গল কামনা করে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দিচ্ছেন মহিলারা। যদিও, পঞ্জিকামতে গতকালই ছিল.

Updated By: Oct 4, 2014, 04:47 PM IST
 শুভ বিজয়া

কলকাতা: উত্সবের শেষে বিষাদের সুর। আজ বিজয়া দশমী। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা।  মঙ্গল কামনা করে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দিচ্ছেন মহিলারা। যদিও, পঞ্জিকামতে গতকালই ছিল.

সকাল থেকেই জমজমাট বাগবাজার সর্বজনীনের মণ্ডপও। জমিয়ে চলছে সিদুঁর খেলা। মহিলাদের সঙ্গে সিদুঁরখেলায় মাতলেন আমাদের প্রতিনিধিও।

একদিকে চলল দেবীবরণ। অন্যদিকে  তখনই জমজমাট সিঁদুরখেলায় মাতলেন মহিলারা।   মুদিয়ালি ক্লাবের মণ্ডপে আজ দেখা গেল এমনই ছবি। উত্‍সব শেষ। তবু মন খারাপের মাঝেই সিঁদুরখেলার আনন্দ লুটে নিতে মণ্ডপে হাজির এলাকার মহিলারা।

বাঙালির বিজয়া মানেই মিষ্টিমুখ। আর তাই সকাল থেকেই লম্বা লাইন শহরের নামীদামী মিষ্টির দোকানগুলির সামনে। ডায়বেটিস থাকলেও বিজয়া দশমীতে মিষ্টি যে এক্কেবারে মাস্ট, তা এককথায় মানলেন সকলেই।

সারা বছরের চরম ব্যস্ততার মাঝে চারটে দিনের ছুটি। পুজোর কটাদিন একেবারে ঘরোয়া মেজাজে কাটালেন মন্ত্রী শশী পাঁজা। জমজমাট খাওয়াদাওয়া, দেদার আড্ডা সঙ্গে প্যান্ডেল হপিং। কদিন এটাই ছিল রুটিন। উত্সবের আনন্দ পূর্ণতা পেল সিদুঁর খেলায়। বাগবাজার সর্বজনীনের মণ্ডপে চুটিয়ে সিঁদুর খেললেন শশী পাঁজা। দেবীর কাছে প্রার্থনা করলেন গোটা রাজ্যের মানুষের জন্য।

 

.