গার্ডেনরিচ কাণ্ডে অভিযুক্তের আগাম জামিন

গার্ডেনরিচ কাণ্ডের তদন্তে ফের ধাক্কা খেল সিআইডি। পুলিসকর্মী খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত অনিল ইকবালের আগাম জামিন মঞ্জুর হল আদালতে। গার্ডেনরিচে কলকাতা পুলিসের স্পেশাল ব্রাঞ্চের এস আই তাপস চৌধুরীর হত্যাকাণ্ড অন্যতম অভিযুক্ত ছিলেন মহম্মদ ইকবাল ওরফে মুন্নার পুত্র অনিল। ঘটনার পর থেকে সে ফেরার ছিল। গতকাল আলিপুর আদালতে তাঁর আগাম জামিনের আবেদন জানান অনিল ইকবালের আইনজীবী।

Updated By: Jun 28, 2013, 10:48 AM IST

গার্ডেনরিচ কাণ্ডের তদন্তে ফের ধাক্কা খেল সিআইডি। পুলিসকর্মী খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত অনিল ইকবালের আগাম জামিন মঞ্জুর হল আদালতে। গার্ডেনরিচে কলকাতা পুলিসের স্পেশাল ব্রাঞ্চের এস আই তাপস চৌধুরীর হত্যাকাণ্ড অন্যতম অভিযুক্ত ছিলেন মহম্মদ ইকবাল ওরফে মুন্নার পুত্র অনিল। ঘটনার পর থেকে সে ফেরার ছিল। গতকাল আলিপুর আদালতে তাঁর আগাম জামিনের আবেদন জানান অনিল ইকবালের আইনজীবী।
আবেদনে বলা হয়, ঘটনার মূল অভিযুক্ত মহম্মদ ইকবালের জামিন মঞ্জুর করেছে আদালত। তাই এবার অনিলেরও জামিন মঞ্জুর করা হোক। এরপরই মুন্নার ছেলে অনিল ইকবালের আগাম জামিন মঞ্জুর করেন বিচারক।     

.