কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মুখ খোলা যাবে না গণমাধ্যমের সামনে, কর্মীদের জন্য তালিবানি ফতোয়া যাদবপুরে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোনও ইস্যুতে গণমাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না কর্মীরা। আজ এমনই নোটিশ জারি করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Updated By: Feb 6, 2014, 09:33 PM IST

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোনও ইস্যুতে গণমাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না কর্মীরা। আজ এমনই নোটিশ জারি করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নোটিসে বলা হয়েছে, এই নির্দেশ না মানলে তা হবে সচেতনভাবে কর্তৃপক্ষকে অমান্য করার সামিল। নির্দেশকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে প্রতিবাদে সরব হয়েছে জুটা।

বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের একটি নোটিশ পৌছয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের কাছে। নোটিশে বলা হয়েছে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনও ইস্যুতে ক সংবাদ মাধ্যমের সামনেমুখ খুলতে পারবেন না কোনও কর্মী।

ওয়েবসাইটের ক্ষেত্রেও জারি থাকছে এই নির্দেশিকা। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটা। এই ফতোয়া অগণতান্ত্রিক , মন্তব্য জুটা সম্পাদকের।

এই নির্দেশ অমান্য করলে তা কর্তৃপক্ষকে ইচ্ছাকৃতভাবে অস্বীকার করার সামিল হবে বলেও বলা হয়েছে নোটিসে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের স্বাধীনতা বরাবরই স্বীকৃত। ভিন্ন রাজনৈতিক মত পোষণ করা এবং তা প্রকাশ করা গণতন্ত্ররেই অঙ্গ। সেকারণে এই নির্দেশকে মৌলিক অধিকারে হস্তক্ষেপ চেষ্টা বলে মনে করছেন শিক্ষকদের একাংশ।

.