শিয়ালদহের জন্য ছাড়ল দেশের প্রথম স্বর্ণ রাজধানী এক্সপ্রেস

নতুন রূপে সেজে উঠল রাজধানী। 

Updated By: Nov 30, 2017, 08:44 AM IST
শিয়ালদহের জন্য ছাড়ল দেশের প্রথম স্বর্ণ রাজধানী এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদন: আধুনিকতার সঙ্গে ভারতীয় ঐতিহ্যের মিশেলে সেজে উঠল রাজধানী। সেই নতুন সাজের রাজধানী এক্সপ্রেস  শিয়ালদহের জন্য রওনা দিল। 'স্বর্ণ যোজনা'য় দেশের প্রিমিয়াম ট্রেন রাজধানী ও শতাব্দীর আধুনিকীকরণের সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছিল রেলমন্ত্রক। এই প্রকল্পে প্রথম সেজে উঠল শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেস।

স্বর্ণ যোজনায় প্রতিটি জোনকে রাজধানী ও শতাব্দীর আধুনিকীকরণের নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য বরাদ্দ করা হয়েছে রেক প্রতি ৫০ লক্ষ টাকা।নিজেদের মতো করে তারা খরচ করতে পারবে এই টাকা। দুটি রাজধানী ও একটি শতাব্দী এক্সপ্রেস চালায় পূর্ব রেলওয়ে। স্বর্ণ প্রকল্পে প্রথম শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী ট্রেনকে আধুনিকীকরণ করা হল। এর জন্য খরচ হয়েছে প্রায় ৩৫ লক্ষ টাকা। কোচ পিছু ২ লক্ষেরও কম। 

আরও পড়ুন- ''শুধু হিন্দু নন, রাহুল পৈতেধারী হিন্দু'', জানাল 'মরিয়া' কংগ্রেস

যাত্রী স্বাচ্ছন্দ্য, খাবারের মান থেকে নিরাপত্তার দিকে নজর রেখে সাজানো হয়েছে রাজধানীকে। নতুন রাজধানীতে কী কী থাকছে? 

- বিশ্বমানের রং ব্যবহার করে অন্দরসজ্জা 

- এলইডি আলো

- দেশের ঐতিহ্যের সঙ্গে জড়িত ছবি

- স্টেইনলেস স্টিলের বেসিন

- উন্নত ডাস্টবিন, আবর্জনা উপচে পড়বে না

- রাতের অন্ধকারে বার্থ চেনার জন্য বিশেষ নম্বর

- এসি যাত্রীদের আপার বার্থে ওঠার সিঁড়ি

- দুই রঙের কম্বল কভার। আসা ও যাওয়ার পথে আলাদা রং

- দরজায় যাত্রী নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা

- নতুন ডিজাইনের ম্যাগাজিন ব্যাগ, ফোনের জন্য অতিরিক্ত পকেট

- আয়নার ওপরে এলইডি আলো

- শৌচালয়ে ম্যাট থাকছে

- পরিচ্ছন্ন কমোড ও বেসিন

- হ্যান্ড শাওয়ার 

- যাত্রার সময়ে যাত্রীদের মতামত সংগ্রহের জম্য ৩টি পাইলট কার

 

আরও পড়ুন- নজরে ৪২ চিনা অ্যাপ, সেনাকে সতর্ক করল আইবি
    
রেলের অন্দরসজ্জার পরিবর্তনই নয়, খাবারের মান বাড়ানো হয়েছে। জোর দেওয়া হয়েছে নিরাপত্তা ও সময়ানুবর্তিতায়। পাশাপাশি যাত্রীদের সঙ্গে ভাল ব্যবহারের দিকেও নজর রেখেছে রেল। 

   

.