আগুনের মোকাবিলার প্রশিক্ষণ নিউটাউনের আইটি পার্কে

আগুনের হলকা, গলগল করে বেরিয়ে আসছে ধোঁয়া। হঠাত্ করে যদি আপনার অফিসে আগুন লাগে তার মোকাবিলা করবেন কী ভাবে। তারই হাতে কলমে প্রশিক্ষণ হয়ে গেল রাজারহাট নিউটাউনের ডিএলএফ আইটি পার্কে। প্রশিক্ষকের ভূমিকায় পুলিস ও এনএসজি আধিকারিকরা। হাতে কলমে অগ্নিকাণ্ড মোকাবিলার ক্লাস।

Updated By: Mar 29, 2014, 10:15 AM IST

আগুনের হলকা, গলগল করে বেরিয়ে আসছে ধোঁয়া। হঠাত্ করে যদি আপনার অফিসে আগুন লাগে তার মোকাবিলা করবেন কী ভাবে। তারই হাতে কলমে প্রশিক্ষণ হয়ে গেল রাজারহাট নিউটাউনের ডিএলএফ আইটি পার্কে। প্রশিক্ষকের ভূমিকায় পুলিস ও এনএসজি আধিকারিকরা। হাতে কলমে অগ্নিকাণ্ড মোকাবিলার ক্লাস।

আগুন নেভানোর প্রাথমিক পদক্ষেপ কী হবে তা হাতে কলমে বুঝিয়ে দিলেন বিশেষজ্ঞরা। রাজারহাট নিউটাউনে ডিএলএফ আইটি পার্কের তথ্য প্রযুক্তি কর্মীরা পুলিস কর্মীদের সঙ্গে হাত লাগালেন আগুন মোকাবিলায়।মহাড়া ছিলেন এনএসজি কমান্ডোরাও। মহড়ায় অংশ নিয়েছিল এর্মাজেন্সি রেসপন্স টিমের কর্মীরাও। সন্ধেয় ছিল এনএসজি কমান্ডো বাহিনীর উদ্ধারকার্যের মহড়া।

.