এবার আগুন মহাকরণে

এবার আগুন লাগল খোদ মহাকরণে। শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে হাঠাত্‍ই আগুন লাগে মহাকরণের ৪ তলার একটি ঘরে। তখনও মহাকরণে আসতে শুরু করেননি অন্যান্য কর্মীরা। ছিলেন কিছু পুলিস ও চতুর্থ শ্রেণীর কর্মী।

Updated By: Apr 20, 2012, 12:29 PM IST

এবার আগুন লাগল খোদ মহাকরণে। শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে হাঠাত্‍ই আগুন লাগে মহাকরণের ৪ তলার একটি ঘরে। তখনও মহাকরণে আসতে শুরু করেননি কর্মীরা। ছিলেন কিছু পুলিস ও চতুর্থ শ্রেণীর কর্মী।
হঠাত্‍ ৪ তলার একটি ঘর থেকে ধোঁয়া বেরুতে দেখে আতঙ্ক ছড়ায় কর্মীদের মধ্যে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। জানা গিয়েছে, ওই ঘরটি রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের ঘর। প্রথমে মহাকরণেই উপস্থিত দমকলের একটি ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের আরও ২টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে হাত লাগান পূর্ত বিভাগের কর্মীরাও।
দমকলের ৩টি ইঞ্জিনের প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, কম্পিউটারের ইউপিএস থেকেই আগুন লেগেছে। তথ্য ও সংস্কৃতি দফতরের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গিয়েছে। পরে তথ্য সংস্কৃতি দফতরে গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

.