তিরন্দাজির পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুললেন জয়ন্তরা

কলকাতায় সাইয়ের তিরন্দাজির পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুললেন এখনও পর্যন্ত ব্যাক্তিগত ইভেন্টে অলিম্পিকের ছাড়পত্র পাওয়া জয়ন্ত তালুকদার। তিনি অভিযোগ করেছেন, এখানে অনুশীলনের সাজসরঞ্জামের অভাব রয়েছে।

Updated By: Apr 19, 2012, 11:25 PM IST

কলকাতায় সাইয়ের তিরন্দাজির পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুললেন এখনও পর্যন্ত ব্যাক্তিগত ইভেন্টে অলিম্পিকের ছাড়পত্র পাওয়া জয়ন্ত তালুকদার। তিনি অভিযোগ করেছেন, এখানে অনুশীলনের সাজসরঞ্জামের অভাব রয়েছে। জয়ন্তর এই অভিযোগকে পুরোপুরি সমর্থন করেছেন অপর ২ ভারতীয় তিরন্দাজ রাহুল ব্যানার্জি এবং তরুনদীপ রাই। সাই-এ এখনও পুরোনো সরঞ্জাম ব্যবহার করা হয় বলে জানিয়েছেন জয়ন্তরা।
সাইয়ের পাশাপাশি ফেডারেশনকে কাঠগড়ায় তুলে জয়ন্ত জানিয়েছেন, কমনওয়েলথের আগে সবরকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু অলিম্পিকের প্রস্তুতির জন্য তাঁদের ন্যূনতম সুবিধাটুকুও দেওয়া হচ্ছে না। অলিম্পিক শুরু হতে ১০০ দিনেরও কম সময় বাকি। তিরন্দাজিতে ভারতের পদককের আশা তরুনদীপ রায়, রাহুল ব্যানার্জি এবং জয়ন্ত তালুকদারের ওপর।

.