বিখ্যাত সঙ্গীতশিল্পী সুবীর সেন প্রয়াত
এত সুর আর এত গান আজ থেমে গেলেও আমরা তাঁকে কোনওদিনও ভুলতে পারব না। তিনি বিখ্যাত সঙ্গীতশিল্পী সুবীর সেন। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন তিনি। প্রথমে ফুসফুসে ক্যান্সার ধরা পরে তাঁর, এরপর তা মস্তিষ্কে ছড়িয়ে যায়।
ওয়েব ডেস্ক: এত সুর আর এত গান আজ থেমে গেলেও আমরা তাঁকে কোনওদিনও ভুলতে পারব না। তিনি বিখ্যাত সঙ্গীতশিল্পী সুবীর সেন। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন তিনি। প্রথমে ফুসফুসে ক্যান্সার ধরা পরে তাঁর, এরপর তা মস্তিষ্কে ছড়িয়ে যায়।
কলকাতার এক বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন ধরে ভর্তি ছিলেন তিনি। আজ সকাল আটটা নাগাদ তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। একসময় বম্বে এবং কলকাতার অন্যতম সেরা সঙ্গীতশিল্পী ছিলেন তিনি। তাঁর কন্ঠে এত সুর আর এত গান, ঐ উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙীন, পাগল হাওয়া, সারাদিন তোমায় ভেবের মতো গান মনে থাকবে সকল সঙ্গীতপ্রেমীদের।