বাড়ছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা

মহাকরণে মুখ্যমন্ত্রীর ঘরের সামনে অবাধ যাতায়াত বন্ধ করতে বসানো হচ্ছে মেটাল ডিটেক্টর। সম্প্রতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যকে জানিয়েছে, যে কোনও মুহুর্তে মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণ শানাতে পারে মাওবাদীরা। সেই কারণেই, মহাকরণের পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাসভবন, তাঁর যাতায়াতের রাস্তায় বাড়ানো হবে নিরাপত্তা।

Updated By: Oct 22, 2011, 07:56 PM IST

মহাকরণে মুখ্যমন্ত্রীর ঘরের সামনে অবাধ যাতায়াত বন্ধ করতে বসানো হচ্ছে মেটাল ডিটেক্টর। সম্প্রতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যকে জানিয়েছে, যে কোনও মুহুর্তে
মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণ শানাতে পারে মাওবাদীরা। সেই কারণেই, মহাকরণের পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাসভবন, তাঁর যাতায়াতের রাস্তায় বাড়ানো হবে নিরাপত্তা। যদিও,
নিরাপত্তা বাড়ানোর প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কতটা সহযোগিতা করবেন, তা নিয়ে সংশয় রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রাজ্য
প্রশাসন। সম্প্রতি, সর্বস্তরে তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে, মহাকরণে মুখ্যমন্ত্রীর ঘরের সামনের করিডোরে প্রবেশের দুই প্রান্তে মেটাল
ডিটেক্টর বসানো হচ্ছে। মহাকরণ সূত্রের খবর, ওই করিডোরে যত্রতত্র যাতায়াতের ওপর নিয়ন্ত্রণ আনা হবে। শনিবারই, মেটাল ডিটেক্টর বসানোর উদ্যোগ নিয়েছেন স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা। এদিনই, মাওবাদীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর দেওয়া সাতদিনের সময়সীমা পেরিয়ে গিয়েছে। মাওবাদীরা যে কোনও সময়ে মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণ শানাতে পারে, গোয়েন্দা সূত্রে এই আশঙ্কার কথা জেনেছে রাজ্য প্রশাসন।  এরপরই, নড়েচড়ে বসেছে তারা। শুধু মহাকরণেই নয়, নিরাপত্তা বাড়ানো হবে মুখ্যমন্ত্রীর বাড়ি ও তাঁর যাতায়াতের পথেও। মমতা বন্দ্যোপাধ্যায় জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পান। কিন্তু, মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি রাজ্য সরকারের থেকে কোনও ধরনের নিরাপত্তা নিতেন না। রাজ্যের তদানীন্তন নিরাপত্তা অধিকর্তা অরবিন্দ কুমার মালিওয়াল এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে একাধিকবার রিপোর্ট পাঠিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরও অবস্থার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। মুখ্যমন্ত্রী এখনও বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করেন না। তাঁর কনভয়ে ব্যবহার করা হয় না জ্যামার। তাঁর বাসভবনকে ঘিরেও উদ্বিগ্ন নিরাপত্তাকর্মীরা। তাঁরা মনে করেন, মুখ্যমন্ত্রী থাকার জন্য কালীঘাটের বাড়িটি আদৌ উপযুক্ত নয়। মুখ্যমন্ত্রীর কনভয়ের যাতায়াতের পথে যান নিয়ন্ত্রণ জরুরি বলেও মনে করছেন তাঁরা। রাজ্যের বর্তমান নিরাপত্তা অধিকর্তা বীরেন্দ্র একাধিকবার এই বিষয়গুলি প্রশাসনকে জানিয়েছেন। উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সম্প্রতি রাজ্যকে জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় প্রয়োজনে এনএসজিকে ব্যবহার করা হোক।

.