দূরত্ব বাড়ছে কংগ্রেস-তৃণমূলের

জোট সরকার গঠনের পাঁচ মাসের মধ্যেই তৃণমূলের সঙ্গে দুরত্ব বাড়ছে কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, তৃণমূলের হাতে বহু জায়গাতেই আক্রান্ত হচ্ছেন দলীয় কর্মীরা। এর প্রতিবাদে, কালীপুজোর পরই রাজ্যজুড়ে আন্দোলনে নামতে চলেছেন তাঁরা।

Updated By: Oct 22, 2011, 04:41 PM IST

জোট সরকার গঠনের পাঁচ মাসের মধ্যেই তৃণমূলের সঙ্গে দুরত্ব বাড়ছে কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, তৃণমূলের হাতে বহু জায়গাতেই আক্রান্ত হচ্ছেন দলীয় কর্মীরা। এর প্রতিবাদে,  কালীপুজোর পরই রাজ্যজুড়ে আন্দোলনে নামতে চলেছেন তাঁরা।
দু-দলের মধ্যে বিরোধ শুরু হয়েছিল বেশ কিছুদিন ধরেই। সেই বিরোধ প্রকাশ্যে আসে নদীয়ার হাঁসখালিতে পুলিসের গুলিতে কংগ্রেস কর্মীর স্ত্রী রাজেশ্বরী মল্লিকের মৃত্যুতে।
বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় খুন হন কংগ্রেস নেতা দেবকুমার অধিকারী। এক্ষেত্রেও আঙুল তোলা হয় তৃণমূলের বিরুদ্ধে।
এভাবে একের পর এক ঘটনা ঘটতে থাকায় শাকিল আহমেদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেসেরে শীর্য নেতারা।  সন্ত্রাসের প্রতিবাদে ধারাবাহিক আন্দোলনে নামারও সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।
ক্ষোভ কংগ্রেসের কর্মী মহলেও।
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একই ক্ষোভের ছবি বাঁকুড়া জেলাতেও।
সব মিলিয়ে দু-দলের মধ্যে দুরত্ব বাড়ার ছবিটা ক্রমশই যেন স্পষ্ট হতে শুরু করেছে। তবে এই বিরোধের জের শেষপর্যন্ত কতদূর গড়ায় তা অবশ্য ভবিষ্যতই বলবে।

.