ব্যাঙ্কশাল আদালতে আত্মসমর্পণ করলেন প্রাক্তন ইডি কর্তা মনোজ কুমার
সুপ্রিম কোর্টের নির্দেশে আজ ব্যাঙ্কশাল আদালতে আত্মসমর্পণ করলেন প্রাক্তন ইডি কর্তা মনোজ কুমার। মনোজকে ১২ মে পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
Updated By: May 3, 2017, 09:28 PM IST
ওয়েব ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশে আজ ব্যাঙ্কশাল আদালতে আত্মসমর্পণ করলেন প্রাক্তন ইডি কর্তা মনোজ কুমার। মনোজকে ১২ মে পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
আগাম জামিনের আবেদন খারিজ করে, ৭ দিনের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয় শীর্ষ আদালত। ভয় দেখিয়ে টাকা আদায়ের মামলায় নাম জড়ায় প্রাক্তন ইডি কর্তার। পুলিস তাঁকে তলব করায় সুপ্রিম কোর্টে যান মনোজ। গত সপ্তাহে শেক্সপিয়র সরণি থানা তলব করলেও, হাজিরা দেননি তিনি। আত্মসমর্পণের জন্য সুপ্রিম কোর্টের দেওয়া ৭ দিনের সময়সীমা আজই শেষ হয়।
আরও পড়ুন, দুবরাজপুরের SI অমিত চক্রবর্তী হত্যা মামলায় ফের নাটকীয় ভোলবদল